বরিশাল বিভাগীয় ছাত্র কল্যান সমিতির ইফতার মাহফিল ও ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
মাভাবিপ্রবি প্রতিনিধি : আজ শাহ নাসির উদ্দিন বোগদাদী(রাঃ) এতিম খানায় ৮৫ জন এতিম তলবে-ঈলম হাফেজে কুরআন ছাত্র ও শিক্ষকদের নিয়ে বরিশাল বিভাগীয় ছাত্র কল্যান সমিতি মাভাবিপ্রবি, ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছিল ।এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ছাত্র কল্যান সমিতির সভাপতি প্রনতি প্রনব এদবর,সাধারণ সম্পাদক মোঃ শাহীন হাওলাদার সহ সমিতির অন্যান্য সকল সদস্যবৃন্দ।সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় ছিলেন প্রফেসর ড.এএসএম সাইফুল্লাহ স্যার (অধ্যাপক,ইএসারএম বিভাগ), প্রফেসর ড.মোঃ ইমাম হোসেন স্যার (অধ্যাপক,বিজিই বিভাগ), সৈয়দ মহিবুল হোসেন স্যার (সহযোগী অধ্যাপক,পরিসংখ্যান বিভাগ),মোঃ কাইউম খান(উপ-রেজিস্ট্রার,পরীক্ষা নিয়ন্ত্রক অফিস),মোঃমোজাম্মেল হক(উপ-রেজিস্ট্রার,ইংরেজী বিভাগ),মোহাইমিনুল কাইয়্যুম(সাবেক শিক্ষার্থী টিই বিভাগ), আবাদুর রহমান পিয়াস(সাবেক শিক্ষার্থী টিই বিভাগ), নাজমুল ইসলাম নয়ন(সাবেক শিক্ষার্থী এফটিএনএস বিভাগ) সহ অন্যান্য উপদেষ্টামন্ডলী। ইফতার মাহফিলের পরে বরিশাল বিভাগীয় ছাত্র কল্যান সমিতির ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এফটিএনস বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী মোঃ তামিম হাসান এবং সাধারন সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বিজিই বিভাগের ৪র্থ বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ রাহাত মল্লিক সহ অন্যান্য দায়িত্বে রয়েছেন বরিশাল বিভাগের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।