বরিশালে উদযাপিত হয়ে গেল সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উৎসব
শাওন অরন্য ,বরিশাল প্রতিনিধি।
বরিশালে ব্যাপক আনন্দ আর উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হল সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উৎসব । গতকাল ১০ মার্চ (মঙ্গলবার) বরিশাল নগরীতে মন্দিরে মন্দিরে পূজার অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল থেকেই। নগরীর শীতলা খোলা এলাকায় সব থেকে বড় আয়োজন ছিলো

দোল উৎসব এর। কয়েকশ তরুণ তরুণী রঙ খেলায় মেতে ওঠেন এখানে। রঙ খেলার পাশাপাশি ডিজে’রও আয়োজন করা হয়। আয়োজক স্বাগতা দাস জানান, প্রতি বছরই দোল উৎসবে শীতলাখোলা মোড়ে নানা আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। রঙ খেলায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেতে উঠেছেন। উল্লেখ্য সনাতন ধর্মাবলম্বীদের মতে বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়।
