রোজার আগে চড়া নিত্যপণ্যের বাজার

Share the post

প্রতিবছর রোজা শুরুর আগে রাজধানীসহ দেশের সর্বত্র বাড়ে নিত্যপণ্যের দাম। এ বছরও এর ব্যতিক্রম ঘটেনি। রমজান মাসকে সামনে রেখে বাজারে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। আর এ সুযোগে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে অসাধু বিক্রেতারা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রাজধানীর বাজারে রোজা উপলক্ষ্যে মশুর ডাল থেকে শুরু করে ছোলা, বেগুন, শসা সব কিছুর দামই বাড়তি। শুক্রবার ছুটির দিনে বাজারে দেখা গেছে ক্রেতাদের বেশ ভিড়। বাজারগুলোতে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও ভোজ্য তেল, ছোলা, চিনি, বেগুন, শসার দাম বাড়তি।

শুক্রবার সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, ৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ছোলা। চিনি ৭৮ টাকা। তেল পাঁচ লিটার ৭৯০ টাকা। তালিকার চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে এসব পণ্য।

বেগুন, শসার কেজি ৭০ টাকা। যা দুই দিন আগেও ৫০ থেকে ৬০ টাকা ছিল। এছাড়া লেবুর হালি ২০ থেকে ২৫ টাকা। বেড়েছে মুরগি এবং খাসির মাংসের দামও। ব্রয়লার মুরগির কেজি ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়। খাসির কেজি সাড়ে ৯শ টাকা।

এদিকে সকাল সাড়ে ১০ টায় কাওরান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বেশ কিছু বিক্রেতাকে ৫ হাজার টাকা করে জরিমানা করে সংস্থাটি। রোজায় প্রয়োজনের বেশি পণ্য মজুত না করার পরামর্শও দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ফেসবুক পোস্টের জেরে ইবি শিক্ষককে শিক্ষার্থীদের ধাওয়া

Share the post

Share the post ফেসবুক পোস্টের জেরে ইবি শিক্ষককে শিক্ষার্থীদের ধাওয়া ইবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শাহ আজিজুর রহমান হল নামকরণের দিন বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুক পোস্ট করার জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদভুক্ত হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল ইসলামকে ধাওয়া দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার […]

জবিস্থ পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে শায়ন-শামীম

Share the post

Share the post মোঃ হৃদয় (জবি প্রতিনিধি), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত পিরোজপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ পিরোজপুর  জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভূগোল ও পরিবেশ  বিভাগের শিক্ষার্থী মোঃ শায়ন গাজী সভাপতি এবং একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. শামীম হাসান কে সাধারণ সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার ( ১১-ই […]