নির্বাচন পরিচালনায় মন্ত্রী-এমপি-মেয়র, যা বললেন রিটার্নিং কর্মকর্তা

Share the post

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটিতে মন্ত্রী-মেয়র, এমপি অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি আইন ও নিয়মবহির্ভূত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন-২০২০ এর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।

বিষয়টি সত্য হলে এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে একুশে পত্রিকার সাথে এক টেলিফোন আলাপে তিনি এ কথা জানান।

রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ২২ ধারায় বলা হয়েছে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী-এমপি, মেয়র বা সমমর্যাদার কেউ নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। উক্তরূপ ব্যক্তি তার ভোট প্রদানের জন্য শুধু ভোটকেন্দ্রে যেতে পারবেন। কাজেই ভোট প্রদান করা ছাড়া নির্বাচন সংক্রান্ত কোনো প্রচার-প্রচারণায় এ জাতীয় ব্যক্তিদের অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

আওয়ামী লীগ মনোনীত মেযর প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটিতে মন্ত্রী, এমপি, মেয়রসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সম্পৃক্ততা প্রসঙ্গে জানতে চাইলে মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, আমাদের আইনে স্পষ্ট বলা আছে, এধরনের ব্যক্তিরা নির্বাচন সংক্রান্ত কোনো মিছিল-মিটিং শোডাউন করতে পারবেন না। এখন উনারা বাসায় বা অফিসে বসে কিছু যদি করেন সেক্ষেত্রে তো আমরা কিছু করতে পারি না। সে ক্ষমতা আইন আমাদের দেয়নি।

এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো পক্ষের অভিযোগ পাননি জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে যাচাই-বাছাই করে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচন পরিচালনা কমিটিতে থাকতে পারেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আইন অনুযায়ী তারা সেটা পারেন না। কথা হচ্ছে, নির্বাচন পরিচালনা কমিটিতে যে উনারা আছেন, তা কি তাদের পক্ষ থেকে স্টেটমেন্ট বা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে? তারা কি সেটা স্বীকার করেন? যদি স্বীকার না করেন এবং নির্বাচনী প্রচারণায় অংশ না তখন কিছু করার থাকে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]