অটোচালক থেকে মেয়র

Share the post

সিনেমার কাহিনিকেও হার মানাবে তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলার কুম্বাকোনাম পৌরসভার অটোচালক থেকে সদ্য মেয়র হওয়া কে সরবাননের (৪২) জীবনকাহিনি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কে সারাভানন একজন অটোচালক এবং কংগ্রেসের শহর সভাপতি। সম্প্রতি পৌরসভায় মেয়র পদে তিনি নির্বাচনে জয়লাভ করেন। জীবনের নতুন অধ্যায় শুরু হলেও অতীতকে ভোলেননি৷ শনিবার (১৯ মার্চ) শপথ নিতে এসেছিলেন এই অটোচালক৷খুব অল্প বয়সে বাবা-মা’কে হারান সরবানন৷ এর পর দাদুর কাছেই মানুষ হন৷ দশম শ্রেণির পর আর পড়াশোনা করতে পারেননি তিনি৷ জীবন ধারণের তাগিদে পথে নামেন রোজগারের আশায়৷

বর্তমানে স্ত্রী ও তিন সন্তান নিয়ে তামিলনাড়ুর থুক্কামপালায়মে একটি ভাড়া বড়িতে থাকেন সরবানন। পাঁচজনের ছোট সংসার বেশ সুখেই কাটছিল তার৷ কিন্তু সেই সুখে কাঁটা বিঁধে করোনা৷ সংক্রমণের দাপটে প্রায় বন্ধ হয়ে যায় উপার্জন৷ দিনে ২০০ টাকা রোজগার করতে গিয়েও হিমশিম খেতে হয় তাকে৷ চরম আর্থিক সংকটের মধ্যে অবশ্য প্রতিবেশীদের পাশে পেয়েছিলেন সরবানন৷ প্রতিবেশীরা যথাযথ সাহায্য করেছিলেন তাকে৷ দিনে আনা দিনে খাওয়া সেই সরবাননই একদিন কুম্বাকোনাম শহরের মেয়রের হবেন তা কেউ ভাবতেও পারেননি।

সম্প্রতি কুম্বাকোনম শহরকে নতুন পৌরসভা হিসেবে ঘোষণা করে তামিলনাড়ু সরকার৷ এরপরেই ভারতের অন্যতম এই মন্দির শহরের ১৭ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হন কে সরবানন। ২ হাজার ১০০ ভোটের মধ্যে ৯৬৪ ভোট পেয়ে জয়যুক্ত হন তিনি৷ ভোটে দাঁড়িয়েছিলেন ঠিকই কিন্তু জিতবেন এমনটা ভাবতে পারেননি৷ হেভিওয়েট প্রার্থীদের হারিয়ে জয় আসে তার ঝুলিতে৷ এরপর যখন তাকে মেয়র পদপ্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়, তখন তিনি দলের নেতৃত্বকে বলেন, তিনি একজন অটোচালক৷ মেয়র হওয়ার যোগ্যতা তার নেই। কিন্তু দলীয় নেতৃত্বের চোখে তিনিই সঠিক মানুষ এবং এই পদের যোগ্য প্রার্থী৷

শপথ গ্রহণের দিন অটো চালিয়েই আসেন সরবানন৷ শপথ নেওয়ার পর নতুন মেয়র জানান, তার প্রধান লক্ষ্য হবে শহরে ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থার কাজ সম্পূর্ণ করা। পাশাপাশি রাস্তা মেরামত, বিশুদ্ধ পানীয় জল ও রাস্তায় পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করা৷ মানুষের সেবাই হবে তার প্রধান লক্ষ্য৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে- এই খবর অত্যন্ত ইতিবাচক। দক্ষিণ ভারতে এভাবেই ক্রমশ গণতন্ত্র চর্চা বৃদ্ধি পাচ্ছে। সমাজের সর্ব স্তরের মানুষের শাসন কাজে অংশগ্রহণ ঘটলে গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

২৮ বছর পর যেকারণে হামাসের সাথে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র

Share the post

Share the post২৮ বছর পর প্রথমবারের মতো হামাসের সাথে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এই চঞ্চল্যকর তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। হামাসকে শেষবারের মতো সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, যদি অনতিবিলম্বে ইজরায়েলের সমস্ত বন্দিদের মুক্তি দেওয়া না হয় তাহলে, গাজায় নারকীয় পরিস্থিতি তৈরি হবে। নিষিদ্ধ ঘোষণা করা কোন সংগঠনের সাথে সাধারণত যোগাযোগ করে না […]

নার্স ভারতীয় শুনেই, মেরে নার্সের মুখের হাড় গুঁড়িয়ে দিল রোগী!

Share the post

Share the postযুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পামস ওয়েস্ট হাসপাতালে সম্প্রতি একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূত ৬৭ বছর বয়সী নার্স লীলাম্মা লালকে আক্রমণ করেছেন ৩৩ বছর বয়সী রোগী স্টিফেন স্ক্যান্টলেবুরি। আক্রমণের সময় স্ক্যান্টলেবুরি লীলাম্মাকে মারধর করে তার মুখের হাড় ভেঙে দেন। মেরে মুখের হাড় গুঁড়ো করে দিয়েছেন। চোখের অবস্থাও আশঙ্কাজনক। দৃষ্টিশক্তি কার্যত হারাতে বসেছেন। আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন […]