সীতাকুন্ড জেনারেল হাসপাতালের সামনে থেকে মোটরসাইকেল চুরি।
মোঃ ফায়েল খান : চট্রগ্রাম সীতাকুন্ড জেনারেল হাসপাতালের সামনে থেকে সকাল ৫ ঘটিকার সময় একটি TVS নীল কালারের মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেলের মডেল metro (EC) এবং ইন্জিন নাম্বার ঃ DF5CJi901014,ঠেসিস নাম্বার ঃ MD625MF54JICO107
খবর নিয়ে জানা যায় চট্রগ্রামের সীতাকুন্ড বাজারের ও আশে পাশ থেকে প্রতিনিয়ত চুরি হচ্ছে মোটরসাইকেল।সীতাকুন্ড থানার প্রশাসন কে এসব চুরি কমাতে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরী বলে মন্তব্য করেন সাধারণ জনগন।