

সোহেল খান দূর্জয়,নেত্রকোণা প্রতিনিধিঃ “গুনগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পায়রা উড়িয়ে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান জাতীয় পরিসংখ্যান দিবসের শুভ উদ্ভোধন করেন।
এসময় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন, মোহাম্মদ কামাল হোসেন উপ-পরিচালক জেলা পরিসংখ্যান অফিস, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান (জুয়েল), জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমানসহ জেলা ও উপজেলা পরিসংখ্যান অফিসের সকল কর্মকর্তা কর্মচারী সহ অন্যরা।