নিউইয়র্কে ভবনে আগুন, ৯ শিশুসহ ১৯ জন নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ৯ শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো ৬৩ জন। তাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।ফায়ার সার্ভিস বলছে, রোববার ১৯ তলা ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লাগে। এক পর্যায়ে ভবনের প্রতিটি তলায় আগুন ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক হিটারের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগ্রো বলেছেন, তারা ১৯ তলা ভবনের প্রতিটি তলায় হতাহতদের খুঁজে পেয়েছেন এবং ধোঁয়া “অভূতপূর্ব” ছিল বলে উল্লেখ করেছেন তিনি।
আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনীর প্রায় ২০০ কর্মী। এ ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল। ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি।ফিলাডেলফিয়ায় একটি আবাসিক ভবনে আগুন লেগে ৮টি শিশুসহ ১২ জন নিহত হওয়ার কয়েকদিন পরেই এ ঘটনা ঘটলো।