ছুটি বাতিল করে সতর্ক অবস্থানে পুলিশ

Share the post

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা এবং মুজিব শতবর্ষের অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনে সদস্যদের ছুটি বাতিল করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলেছে পুলিশ সদরদপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিজ বাহিনীর সদস্যদের এ ধরনের অবস্থান নেয়া কথা বলেছে পুলিশ।

দেশে একটা মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে। এজন্য খালেদা জিয়ার অসুস্থতা, মৃত্যুর গুজব ছড়ানো এবং গার্মেন্টস শ্রমিকদের উসকানি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে তারা। এমন তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ।দীর্ঘদিন ধরেই অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলনেত্রীর উন্নত চিকিৎসা ইস্যুতে আন্দোলন কর্মসূচিও পালন করছে বিএনপি।

এছাড়াও নানা দাবিতে সরব তৈরি পোশাক কারখানার শ্রমিকরাও। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ছুটি বাতিল করে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে পুলিশ সদরদপ্তর।

গোয়েন্দা পুলিশ বলছে, সম্প্রতি একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে তার মৃত্যুর গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির চক্রান্ত করছে। পোশাক শ্রমিকদেরও দেয়া হচ্ছে উসকানি। এ বিষয়ে সতর্ক রয়েছে তারা।

পুলিশের বিভিন্ন ইউনিটে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে যারা ছুটিতে আছেন তাদের ছুটি ২৩ নভেম্বর থেকে বাতিল করা হয়। তাদের সবাইকে ২৪ নভেম্বরের মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশনা দেয়া হয়।

ডিএমপির ওয়ারী বিভাগের এক অফিস আদেশে বলা হয়েছে, মাতৃত্বকালীন, অন্তঃসত্ত্বা জনিত ও শারীরিক অসুস্থতা ছাড়া অন্য যেসব কারণে কর্মকর্তারা ছুটি নিয়েছেন তাদের নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে ফিরতে হবে। কেউ নির্ধারিত সময়ের ফিরে না এলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও মুজিব শতবর্ষের অনুষ্ঠান ঘিরে অনেক বিদেশি ডেলিগেট আসবে ঢাকায়। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন ও অতিথিদের নিরাপত্তায় পুলিশ সদস্যদের সর্তক করে সদরদপ্তর।গুজব রটনাকারি ও উসকানি দাতাদের শনাক্তের পাশপাশি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে ডিবি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপুরে ধর্ষণের বিরুদ্ধে উত্তাল জনতা, দ্রুত বিচারের দাবি

Share the post

Share the postদুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: মাগুরার শিশু আছিয়াসহ সারাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে সময় সংস্কৃতি চর্চা কেন্দ্র ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন হাতে সড়কে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন […]

ন্যায় বিচারের নামে কারো প্রতি জুলুম হবে না, জালেম ও এখন থেকে রেহাই পাবে না – ডা. শফিকুর রহমান

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচারের নামে কারো প্রতি জুলুম হবে না, জালেম ও এখন থেকে রেহাই পাবে না। এ জন্যই আমাদের লড়াই। আছিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার শুধু নই, বিচারের রায় ও কার্যকর করতে হবে। তাছাড়া আগামী ৯০ দিনের ভিতরে মামলার বিচার করে রায় […]