চীনকে রুখতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়ার নতুন জোট
চীনকে রুখতে নতুন বিশেষ নিরাপত্তা চুক্তি ঘোষণা করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। চুক্তি অনুযায়ী, দেশ তিনটি নিজেদের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি পরস্পরের সঙ্গে ভাগাভাগি করবে। এই চুক্তির আওতায় প্রথম বারের মতো পারমাণবিক সাবমেরিন তৈরি করবে অস্ট্রেলিয়া।
চীনের ক্রমবর্ধমান শক্তি এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরে দেশটির সামরিক উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। পাশাপাশি এ অঞ্চলে ‘বহিঃশক্তি’র উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে আসছে বেইজিং।
চীনকে রুখতে এবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সঙ্গে জোট বেঁধেছে অস্ট্রেলিয়া।ত্রিদেশীয় চুক্তিটির নাম দেওয়া হয়েছে এইউকেইউএস। এই চুক্তিতে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম ও সাইবার প্রযুক্তি সংক্রান্ত বিষয়।
বুধবার নতুন নিরাপত্তা চুক্তি নিয়ে যৌথ বিৃবতি দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার সরকার ও রাষ্ট্রপ্রধান। এতে এই চুক্তি বাস্তবায়ন হলে তা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা আনতে সহায়তা করবে বলে আশা ব্যক্ত করেন তারা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমরা বিশ্বাস করি, মিত্রদের শক্তিকে সংঘবদ্ধ করার এই উদ্যোগ ভবিষ্যতের যেকোন হুমকি মোকাবিলায় সহায়তা করবে। ইন্দো-প্রশান্ত মহাসাগরিয় এলাকায় ইউরোপিয় দেশগুলোর গুরুত্বপূর্ণ অংশগ্রহণ বাড়বে।কোনো আঞ্চলিক বিভেদ সৃষ্টি করা আমাদের লক্ষ্য নয়।
নতুন এই প্রতিরক্ষা চুক্তিকে চীনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম দৃশ্যমান সামরিক পদক্ষেপ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এমন এক সময় চুক্তিটি কার্যকর হলো- যখন দক্ষিণ চীন সাগর থেকে উত্তরে তাইওয়ান পর্যন্ত বিস্তৃত জলসীমায় নিয়মিত টহল শুরু করেছে অস্ট্রেলিয়া।