শীর্ষস্থান হারালেন সাকিব

Share the post

তিন বছরেরও বেশি সময় পর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংঙ্কিংয়ের অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে উঠে বসেছিলেন সাকিব আল হাসান। তবে সিংহাসনে খুব বেশি সময় বসা হলো না। টি-টোয়েন্টি র‍্যাংঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশি এই তারকা।

গত অস্ট্রেলিয়া সিরিজ শেষে প্রকাশিত র‍্যাংঙ্কিংয়ে শীর্ষে উঠে বসেছিলেন সাকিব। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। হিংহাসন হারাতে হলো সেই কারণেই। সাকিবকে হটিয়ে শীর্ষে উঠে বসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।

নবির রেটিং পয়েন্ট অবশ্য বাড়েনি। এই সময়ে আফগানিস্তান টি-টোয়েন্টিই খেলেনি। তবে নিউজিল্যান্ড সিরিজে সাকিব ভালো পারফরম্যান্স করতে পারেননি বলে তার রেটিং কমেছে। অদল-বদলটা হয়েছে সেই কারণেই।

নিচে নেমে যাওয়া সাকিবের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ২৭৫। মোহাম্মদ নবির রেটিং ২৮৫। অলরাউন্ডার ক্যাটাগরির সেরা দশে ওঠে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৩০ রেটিং নিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আছেন ঠিক দশ নম্বরে।

ব্যাটিং র‍্যাংঙ্কিংয়ে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহর। তিন ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন তিনি। তরুণ ওপেনার নাইম শেখ উঠে এসেছেন ২৪ নম্বরে। বাংলাদেশি বোলারদের র‍্যাংঙ্কিং উন্নতি হয়েছে। মোস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন আট নম্বরে। তরুণ স্পিনার নাসুম আহমেদ এক লাফে ২৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৫তম অবস্থানে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ১৩ জনকে আটক করেছে বিজিবি

Share the post

Share the postইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে ভারত থেকে পুশইন করা ১৩ জনকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র  সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৩ জন পুরুষ নাগরিককে প্রতিপক্ষ ১১৯ ব্যাটালিয়ন […]

ভোলায় জিঙ্ক ধানের বীজ সংরক্ষণ ও বিপণন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ভোলায় ‘জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ সংরক্ষণ ও বিপণন’ বিষয়ক এক দিনব্যাপী লিড ফার্মার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালকের কার্যালয়ে এই আয়োজন করা হয়। কর্মশালাটি গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), বাংলাদেশ-এর অর্থায়নে কৃষি […]