অনলাইনে আবেদন ছাড়া বন্দরে ঢুকতে পারবে না গাড়ি

Share the post

অনলাইনে আবেদন এবং ফি পরিশোধ ছাড়া বুধবার (১৫ সেপ্টেম্বর) থেকে বন্দর সীমানায় কোনও গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

বন্দর কর্তৃপক্ষের সচিব বলেন, ‘বন্দর থেকে পণ্য খালাসের প্রক্রিয়া স্বয়ংক্রিয় ব্যবস্থায় আনতে এ পদ্ধতি চালু হচ্ছে। জুলাই মাস থেকে অনলাইনে আবেদন এবং ফি পরিশোধের মাধ্যমে বন্দরে গাড়ি প্রবেশের নিয়ম চালু করা হয়। নতুন এই পদ্ধতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এতদিন অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন এবং ফি নেওয়া হতো। কিন্তু বুধবার থেকে শুধু অনলাইনে আবেদন এবং ফি পরিশোধের পরই গাড়িগুলোকে বন্দরে প্রবেশ করতে দেওয়া হবে।’

এ প্রক্রিয়ার মাধ্যমে বন্দরের সেবা কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেলো জানিয়ে তিনি আরও বলেন, ‘গত ২ আগস্ট এক চিঠিতে বন্দর ব্যবহারকারীদের এটি জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও অনলাইন আবেদন ও ফি পরিশোধে জটিলতা এড়াতে বন্দরের আটটি গেইটের পাশেই সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]