দাওয়াত ইসলামীর ৪০ বছর পূর্তি উপলক্ষে আগ্রাবাদ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ: দাওয়াত ইসলামীর ৪০ বছর পূর্তি উপলক্ষে আগ্রাবাদ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।চারা রোপণ করুন বৃক্ষে পরিণত করুন স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে আশেকানে রাসুলের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশ এর সমাজ কল্যাণ বিভাগ (FGRF) কর্তৃক আয়োজিত সারা বিশ্বের ন্যায় ও দাওয়াতে ইসলামীর ৪০ বছর পূর্তি উপলক্ষে ০৩ সেপ্টেম্বর ২০২১ রোজ শুক্রবার বাদে জুমা ডবলমুরিং থানার আওতাধীন সিটিজি ফেনী জোন আগ্রাবাদ কাবিনায় চট্টগ্রাম মহানগর ২৭ নং ওয়ার্ড আগ্রাবাদ সিডিএ এলাকায় জামে মসজিদ প্রঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে দোয়া ও চারা রোপন এর মধ্যমে শুরু হয় ।
উক্ত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব জাফরুল হায়দার চৌধুরী সবুজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা কাজী মোঃ আরিফ উপস্থিত বাংলাদেশ দা’ওয়াতে ইসলামীর বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সম্মানিত নিগ্রাণ (সভাপতি) মুহাম্মদ মুবিন অাত্তারী, দাওয়াতে ইসলামী’র ডবলমুরিং থানার সভাপতি মোহাম্মদ মিরাজ আত্তারী,সিঢিজি ফেনী জুন স্যোসাল মিডিয়ার জিম্মাদার টিপু আত্তারী উপস্থিত সিটিজি ফেনী জোন কাফন দাফন মজলিসের জিম্মাদার রুবেল কাদেরী ও আরো উপস্থিত ছিলেন মোবাল্লীগে দাওয়াতে ইসলামী মোহাম্মদ আজিজ সানী আরমান, আলী, হেলাল, নাবিল, শাহাদাত, বাপ্পি,রাকিব,সানভীন, এনাম আত্তারীসহ আরও অনেকই।