ভালুকার ওসি হুমায়ুন কবীরকে নিয়ে নেতিবাচক গুঞ্জন; পুলিশ সাংবাদিকের দ্বি-মুখী চ্যালেঞ্জ
হৃদয় আহমেদ ভালুকা, ময়মনসিংহ :সম্প্রতি ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীরকে নিয়ে সংবাদপত্রে ও সোস্যাল মিডিয়ায় বেশ তোলপাড় চলছে। “ভালুকার ওসি হুমায়ুন কবীর ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি, বাবা আ’লীগের আইন সম্পাদক” শিরোনামে দৈনিক প্রতিদিনের কাগজে একটি সংবাদ প্রকাশ করা হয়। হুমায়ুন কবীর একসময় সিলেট এমসি কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ২০০২ সালে সিলেটের লালাবাজার ইউনিয়ন ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও ২০০৪-২০০৫ সালে সিলেটের দক্ষিণ সুরমা থানার ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বলে সংবাদ প্রচার করা হয়। প্রতিদিনের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক তার ফেসবুক ভেরিফাই আইডির একটি মন্তব্যে বলেন, পর্যাপ্ত প্রমান হাতে নিয়েই প্রতিবেদন প্রকাশ করেছি। সময় সাপেক্ষে সেগুলো প্রদর্শণ করা হবে। তবে তিনি তার মন্তব্যের স্বপক্ষে এখন পর্যন্ত কোন সু-স্পষ্ট দলিল দৃশ্যমান করেননি।
অপরদিকে আরও কিছু পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে জানা যায়, হুমায়ুন কবীর ভালুকা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর তার কর্মদক্ষতায় বেশ প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তার প্রশংসায় পঞ্চমুখ। ইতিমধ্যেই তিনি ক্লান্তিহীন দায়িত্ব ঘাড়ে নিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত ও নানা অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করে সাফল্য কামিয়েছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর প্রকাশিত নিউজের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আমি কখনো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। এগুলো শুধুমাত্র বিশেষ সুবিধা হাতানোর কায়দায় অপপ্রচার চালানো হচ্ছে। যদি আমার বিরুদ্ধে এসব নেতিবাচক গুঞ্জনের যথার্থ প্রমান থেকে থাকে, তবে তা সংশ্লিষ্ট দফতরে পেশ করুন। অহেতুক আমার নামে বদনাম রটাবেন না। তিনি আরও বলেন, “গত বছরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পক্ষ নিয়ে খাইরুল আলম রফিক আন্দোলনকারীদের উদ্দেশ্যে ফেসবুকে তিরস্কামূলক কটুক্তি করেছিলেন। যার ফলে ত্রিশাল উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তার গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ডাকেন।”
দিকে সাংবাদিক ও পুলিশের দ্বি-মুখী চ্যালেঞ্জের সত্যতা নিশ্চিত করতে তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করেন সচেতনমহল ও নেটিজেনরা .।