নিখোঁজ সাংবাদিক মনিরুজ্জামান সুস্থ অবস্থায় নিজ বাড়িতে ফিরে এসেছেন।
গত কয়েক দিন ধরে নিখোঁজ থাকা দৈনিক কালবেলা গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান (৩৩) সুস্থ ও নিরাপদ অবস্থায় নিজ বাড়িতে ফিরে এসেছেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বর্তমানে পরিবারের সাথেই অবস্থান করছেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে যারা তার খোঁজে উদ্বিগ্ন ছিলেন, সহমর্মিতা দেখিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হচ্ছে।
একজন সহকর্মীর বিপদে পাশে দাঁড়ানোর জন্য দেশব্যাপী সকল গণমাধ্যমকর্মী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।