রুয়েটে দলীয় মঞ্চ নিয়ে শিক্ষার্থীদের সাথে বিএনপি নেতাদের বাকবিতন্ডা

Share the post
রাবি প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র (রুয়েট) প্রধান ফটকের সামনে রাজশাহী মহানগর বিএনপির কর্মী সম্মেলনের মঞ্চ করায় রুয়েট শিক্ষার্থীদের সাথে বিএনপি নেতাকর্মীদের বাকবিতন্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টার দিকে মহানগর বিএনপির নেতৃবৃন্দের নির্দেশে রুয়েট গেটের সামনে মঞ্চ তৈরি করা হয়। পরবর্তীতে বিকাল ৪টায় সাধারণ শিক্ষার্থীরা ফটকের সামনের ব্যানার সড়িয়ে ফেলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী নাসারুল্লাহ আল সামি বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দলীয় রাজনীতির প্রোগ্রাম মেনে নেওয়া যায় না। আমি মনে করি, এটা সম্পুর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতার ফলে হয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই।
নাম বলতে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও বিএনপির নেতাকর্মীরা রুয়েটের মূল ফটকের সামনে প্রোগ্রামের স্টেজ তৈরি করেছেন। এ বিষয়ে আমরা কথা বলতে গেলে আমাদের সাথে বাকবিতন্ডায় জড়ায় তারা। এক পর্যায়ে আমাদের প্রতি উত্তেজিত হয়ে পড়েন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে এ বিষয়টি সমাধান করেন।
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, “বিএনপির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি ছাড়াই রুয়েটের মূল ফটকের সামনে প্রোগ্রামের স্টেজ তৈরি করেছে। যেখানে ৫ আগস্টের পর থেকে রুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের সাথে তাদের বাকবিতন্ডা সৃষ্টি হয়। পরে সেখানে মতিহার থানা পুলিশ প্রশাসনের সহায়তায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং বিএনপি নেতাদের প্রোগ্রাম করতে নিষেধ করি। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
তিনি আরও বলেন, “অনেকেই বলছেন আমরা বিএনপিকে প্রোগ্রাম করার অনুমতি দিয়েছি। এদিকে এদিকে বিএনপির প্রোগ্রাম সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুই জানেন না।”
উল্লেখ্য, স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্ট মাসে রুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাবির সি ইউনিটের ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত; উপস্থিতি ৮৮ শতাংশ 

Share the post

Share the postরাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) সি ইউনিটের অর্থাৎ বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুই শিফটে, বেলা ১১টা থেকে ১২টা ও দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ সি ইউনিটের পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার ৮২০ […]

রাবিতে একই খাতের নামে একাধিকবার অর্থ আদায়; উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান 

Share the post

Share the postরাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত, ইয়ার এডমিশনের অর্থের পরিমাণ কমিয়ে আনা ও অনাবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবারের ব্যবস্থার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক রাবি চ্যাপ্টার। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টায় এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে তারা লিখেছেন, “আমরা লক্ষ্য করেছি, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন […]