২৯ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টায় বিজয়নগর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই দোয়া ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

Share the post

মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে অসুস্থ ও মৃত প্রবাসীদের পরিবারকে ২ লক্ষ ৯০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান।ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে সৌদি আরবে কর্মরত দুই প্রবাসীর মৃত্যুবরণ এবং এক প্রবাসীর গুরুতর অসুস্থতার প্রেক্ষিতে তাদের পরিবারের মাঝে মোট দুই লক্ষ নব্বই হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।২৯ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টায় বিজয়নগর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই দোয়া ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা সদস্য জনাব সিরাজুল ইসলাম সিরু।
যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মারুফ আহমেদ ও জাহেদ মিয়া।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

প্রধান অতিথি: জমির হোসেন দস্তগীর, সভাপতি, বিজয়নগর উপজেলা বিএনপি

প্রধান আলোচক: মোঃ শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, বিজয়নগর থানা

বিশেষ অতিথি: এডভোকেট ইমাম হোসেন, সাধারণ সম্পাদক, বিজয়নগর উপজেলা বিএনপি

এইচ.এম. জহিরুল ইসলাম, চেয়ারম্যান, বিআরডিবি,

ইঞ্জিনিয়ার রেজাউল আমিন, অধ্যক্ষ, বিজয়নগর মডেল স্কুল অ্যান্ড কলেজ,

রাষ্টু সরকার, সিনিয়র সদস্য, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি

হাজী এমদাদুল হোসেন ফারুক, প্যানেল চেয়ারম্যান, ১নং বুধন্তী ইউনিয়ন পরিষদ,

বিশিষ্ট সমাজসেবক হামিদুল্লাহ খান, শাহ আলম মাস্টার,

গিয়াস উদ্দিন মুন্সি, উপদেষ্টা,জেলা বিএনপি

জনাব আব্দুল হক, সাধারণ সম্পাদক, পাহাড়পুর ইউনিয়ন বিএনপি,

মাহমুদুর রহমান মিয়া (মিয়াবালী), সাবেক সাধারণ সম্পাদক, বিজয়নগর উপজেলা বিএনপি,এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এই সংগঠনটি ২০২৪ সালের ১ জুন প্রতিষ্ঠিত এই সংগঠন প্রবাসীদের কল্যাণে কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের উদ্যোক্তা পরিষদের নিজস্ব অর্থায়নে এই দান ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।সংগঠনের সম্মানিত সভাপতি ও প্রধান উদ্যোক্তা জনাব নুরুল আমিন এবং তার নেতৃত্বে গঠিত কার্যকরী পরিষদ ও সদস্যবৃন্দ প্রবাসীদের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।দেশে অবস্থানরত সদস্যদের বক্তব্য অনুযায়ী, প্রবাসীদের কল্যাণ ও বিপদে পাশে থাকা এই সংগঠনের প্রধান লক্ষ্য। কোনো প্রবাসী মৃত্যুবরণ করলে, গুরুতর অসুস্থ হলে বা দালালের খপ্পরে পড়ে সমস্যায় পড়লে—সংগঠন সর্বোচ্চ সহযোগিতা করে আসছে। এ পর্যন্ত প্রায় ৯,৫০,০০০ (নয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকার অনুদান প্রদান করেছে সংগঠনটি।অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে প্রবাস থেকে যাঁরা অক্লান্ত শ্রম দিয়েছেন:
১. সৈয়দ বোরহান উদ্দিন – সাধারণ সম্পাদক
২. হাজী হুমায়ুন – সিনিয়র উপদেষ্টা
৩. বাবুল মিয়া – সিনিয়র সভাপতি
৪. জনাব জজ মিয়া পাঠান – সিনিয়র সাংগঠনিক সম্পাদক
৫. ওসমান গনি – প্রচার সম্পাদক
৬. মোঃ শাহ জাহান মিয়া – সিনিয়র যুগ্ম প্রচার সম্পাদকবিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন সকল প্রবাসী ভাইদের প্রতি আহ্বান জানিয়েছে—এই মানবিক যাত্রায় সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ার আটলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। 

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ও উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ গ্রামের কেন্দ্রীয় খেলার মাঠে শাহরিয়ার আলম রানা ও জাবেদ ভূইয়ার যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ মুরব্বি ইলিয়াস ভূইয়া,শিক্ষক রতি রঞ্জন […]

বিজয়নগরে এসিল্যান্ড ছাড়াই ৮মাস ধরে চলছে ভূমি অফিস

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দীর্ঘদিন ধরে এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) পদ শূন্য থাকায় থমকে গেছে নানা ভূমি সেবা কার্যক্রম। এতে দাপ্তরিক জটিলতার পাশাপাশি জনদুর্ভোগ চরমে উঠেছে। আটকে আছে নামজারি, খাজনা আদায়সহ বিভিন্ন কাজ; ফলে কমেছে সরকারি রাজস্ব আয়ও। কবে নতুন এসিল্যান্ড যোগ দেবেন—এ বিষয়ে নিশ্চিত নন কেউই।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, […]