২৪ নং ওয়ার্ড: আদর্শ ওয়ার্ড প্রতিষ্ঠাই আমার দীর্ঘদিনের স্বপ্ন- রাশেদুল ইসলাম

Share the post

চট্টগ্রাম : দীর্ঘদিনের লালিত স্বপ্ন ধারণ করে ২৪নং ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে লাটিম প্রতীকে ভোট দেয়ার ছুটে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মো. রাশেদুল ইসলাম। মুলত একটি আদর্শ ওয়ার্ড প্রতিষ্ঠাই তাঁর স্বপ্ন। আর এই স্বপ্ন পূরণের জন্য ২৪নং ওয়ার্ড বাসিন্দাদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার জন্য সহযোগিতার প্রয়োজন। এই ওয়ার্ডে আরো দুইজন কাউন্সিলর প্রার্থী আছেন। তাদেরমধ্যে জাবেদ নজরুল ইসলাম পাঁচ বছর এবং নাজমুল হক ডিউকও পাঁচবছর ওয়ার্ড প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। কিন্তু আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে মো. রাশেদুল ইসলামই নবীন। খোঁজ

নিয়ে জানা গেছে, রাশেদুলের মত এমন নবীন প্রার্থী ৪১টি ওয়ার্ডের মধ্যে আর কোনো ওয়ার্ডে নেই।

২৪নং ওয়ার্ড দাইয়াপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা আবুল কাশেমের পুত্র মো.রাশেদুল ইসলাম। শিক্ষাজীবনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত তিনি। পাশাপাশি দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আপোষহীন। সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে অসাম্প্রদায়িক চেতনার ধারক হিসেবে এলাকার সকল শ্রেণির পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে, এলাকার তরুণ ও যুবসমাজকে সাথে নিয়ে সুন্দর একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে প্রতিশ্রুতি জুড়ে দিয়েছেন নবীন এই কাউন্সিলর। তাঁর প্রতিশ্রুতিগুলোর মধ্যে স্থান পেয়েছে, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জিরো-টলারেন্স নীতির আওয়তায় মাদকব্যবসায়ীদের নির্মূলে এলাকার সকল শ্রেণির পেশার জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালানো, অত্র ওয়ার্ডে বসবাসকারী সকল  নাগরিকগণের জাতীয়তা সনদ, জন্মনিবন্ধন সনদ ও ওয়ারিশসনদ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা, প্রতিটি পাড়া-মহল্লা হতে গরীব, মেধাবী ছাত্রছাত্রীদের বিনাবেতনে লেখাপড়ার ব্যবস্থা করা, বিধবা ও অসহায় মহিলাদের ফ্রি সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়া, স্ব-স্ব যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদানের উদ্যোগ গ্রহণ, জলাবদ্ধতা নিরসনে ভরাট হয়ে যাওয়া নালা ও খাল পরিষ্কার-পুনঃখনন এবং দখল উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, গরীব, অসহায় ও ভাসমানদের মৃত্যুপরবর্তী সময়ে দাফনের ব্যবস্থা করা, ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থার সংস্করণ, যত্রতত্র ডাস্টবিন অপসারণ, স্বাস্থ্যসম্মত পাড়া- মহল্লা নিশ্চিতকরণ ও মশকনিধনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ, নতুন প্রজন্মকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ভাষা সৈনিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের বিষয়ে জানান দিতে প্রতিটি জাতীয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা এবং ওয়ার্ড নাগরিকদে দ্রত সেবা নিশ্চিতকরণে মোবাইল অ্যাপস চালু করা ইত্যাদি।

নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে জানতে চাইলে মো. রাশেদুল ইসলাম সিভয়েস২৪ডটকমকে বলেন, মানুষের অসাধ্যের কিছু নেই। তাছাড়া আমার পিছুটান নেই। আমার নির্বাচনী এলাকা ২৪নং ওয়ার্ডের বাসিন্দারা ২৯ মার্চ লাটিম প্রতীকে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দেন তাহলে আমি অবশ্যই আমার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে চেষ্টা করে যাব। আমি পারব, নবীন হিসেবে আমার সেই আত্মবিশ্বাস আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে রোহানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞানাগার ল্যাবে এ ঘটনা […]

আখাউড়ায় তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন মঙ্গলবার বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট […]