১০০ পরিবারের মাঝে কাচাঁ সবজি-সামগ্রী বিতরণ করেন সামাজিক সংগঠন জয় নিশান
সাকিব আহমেদ নাবীন(চট্টগ্রাম প্রতিনিধি): মহামারী করোনা ভাইরাসের কারণে যে সকল পরিবার কষ্টে দিন কাটাচ্ছে, সেসকল পরিবারের পাশে গিয়ে দাড়িঁয়েছেন সামাজিক সংগঠন জয় নিশানের সভাপতি নিজাম শাহরিয়ার ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম তুহিন।খাদ্য-সামগ্রী বিতরণ কর্মসূচীর ধারাবাহিকতায় আজ আবারও ১০০ পরিবারের মাঝে ৮ কেজি করে কাঁচা সবজি-সামগ্রী সামাজিক দূরুত্বের কথা মাথায় রেখে ঘরের দরজায় গিয়ে গিয়ে পৌঁছে দেওয়া হয়। সার্বিক সহযোগিতায় পাশে ছিল মোর্শেদ বিন মনসুর, জিসাদ আলী খান,রিসাদ আলী,সাজ্জাদ আরেফিন,মো. তুষার, মো. সাদমান,সাকিব আহমেদ নাবিন,ইফতি শাহীন। এসময় এক সাক্ষাৎকারে নিউজ চ্যানেল ২১ কে নিজাম শাহরিয়ার বলেন, দেশের এমন পরিস্থিতিতে যে সকল সেচ্ছাসেবী সংগঠন রয়েছে সকলে সাধ্য মতও যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন।
