

ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচকানি গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ তুলেছেন বিএনপি নেতা মোহাম্মদ আমির হোসেনের স্ত্রী আছিয়া বেগম। তবে স্থানীয়দের দাবি, ঘটনাটি সম্পূর্ণ সাজানো নাটক। একইদিন আমির হোসেন ও তার সহযোগীরা ইমরান নামে এক যুবকের ওপর কুপিয়ে হত্যাচেষ্টা চালায়। ওই ঘটনা আড়াল করতে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ১১ সেপ্টেম্বর রাতে আমির হোসেনের নেতৃত্বাধীন একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে ইমরান নামে এক যুবকের ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে ইমরান আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এরপর রাতেই আমির হোসেনের স্ত্রী আছিয়া বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করে দাবি করেন, আওয়ামী লীগ সমর্থিত প্রতিপক্ষ তাদের বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও গবাদিপশু লুট করে নিয়ে যায় এবং তাকে শ্লীলতাহানি ও শিশু কন্যাকে হত্যাচেষ্টাও চালায়।
তবে এলাকাবাসীর দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বাস্তবে কোনো লুটপাট বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। বরং ইমরানের ওপর হত্যাচেষ্টার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য প্রতিপক্ষকে ফাঁসাতে নাটক সাজানো হয়েছে।
অভিযুক্তদের পক্ষ থেকে বলা হয়েছে, “আমির হোসেন নিজের অপরাধ ঢাকতেই প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, উভয় ঘটনার তদন্ত চলছে। প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।