সৈয়দপুর আধানী মোর থেকে চোরাই যাওয়া ট্রাক্টর উদ্ধার করেছেন সৈয়দপুর থানা

Share the post

মোঃ মাইনুল হক, রংপুর প্রতিনিধিঃ এসময় আন্তঃ জেলার, ২ দুই,চোর কে আটক করেছেন সৈয়দপুর থানা মোঃ আতাউর রহমান তাহার ক্রয়কৃত সোনালিকা ট্রাক্টরটির(বডিসহ)(মূল্য অনুঃ ১১,০০,০০০/=) যান্ত্রিক ক্রুটির কারনে গত ইং ২২/০৮/২০২০খ্রিঃ তারিখ রাত অনুঃ ০৭.০০ ঘটিকার সময় ড্রাইভার মোঃ রেজাউল ইসলামসহ সৈয়দপুর থানাধীন কামার পুকুর ইউনিয়নস্থ বকসা পাড়া মোড়স্থ রায়হান ইজ্ঞিনিয়ারিং ওয়ার্কসপ এর গ্যারেজে মেরামতের জন্য রাখিয়া বাড়ীতে চলিয়া আসে। পরের দিন তথা ইং ২৩/০৮/২০২০খ্রিঃ তারিখ সকাল অনুমানিক, ০৭.৩০ ঘটিকার সময় আতাউর রহমান ও তার ড্রাইভার রেজাউলদ্বয় বকসা পাড়াস্থ রায়হান ইজ্ঞিনিয়ারিং ওয়ার্কসপ এর গ্যারেজে গিয়ে দেখে তাদের রাখা ট্রাক্টরটি(বডিসহ) নাই এবং উক্ত গ্যারেজের নাইট গার্ড মোঃ কাদের ঘুমাইতেছে। বাদী তাৎক্ষনিকভাবে সংবাদটি গ্যারেজের মালিককে প্রদান করে সম্ভাব্য স্থানে ট্রাক্টরটির খোজ খবর নিতে থাকেন। কিন্তু খোজা খুজি করে ট্রাক্টরটির সন্ধান কোথাও না পেয়ে ট্রাক্টরের মালিক মোঃ আতাউর রহমান গত ০৯/০৯/২০২০খ্রিঃ তারিখে সৈয়দপুর থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে এজাহার দাখিল করলে অফিসার ইনচার্জ, সৈয়দপুর থানা তাৎক্ষনিকভাবে সৈয়দপুর থানার মামলা নং- ১০, তাং-১০/০৯/২০২০খ্রিঃ ধারাঃ ৩৭৯ পেনাল রুজু করে মামরার তদন্তভার এসআই/মোঃ সাহিদুর রহমানের উপর অর্পন করেন এবং চোরাই ট্রাক্টরটি উদ্ধারের ব্যাপারে এসআই/সাহিদুর রহমান সহ তার টিমকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসআই/ মোঃ সাহিদুর রহমান গোপন সংবাদের ভিক্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অদ্য ১৩/০৯/২০২০খ্রিঃ তারিখ ভোর রাত ০৩.০০ ঘটিকার সময় কুড়িগ্রাম জেলাধীন চিলমারী থানা পুলিশের সহায়তায় চিলামারী থানাধীন শখের বাজার নিকট গোলাবাড়ী এলাকা হতে আসামী মোঃ রঞ্জু(৩৫) পিতাঃ মৃত তছলিম উদ্দিন (মেকার) সাং- কুস্টারী(চিলমারী উপজেলার সামনে) থানাঃ চিলমারী, জেলাঃ কুড়িগ্রামকে চোরাই ট্রাক্টরটি সহ আটক করে এবং উদ্ধারকৃত ট্রাক্টরটি সাক্ষীদের সম্মূখে জব্দ করেন। ধৃত আসামী রঞ্জুকে জিজ্ঞাসাবাদে সে জানায়, ট্রাক্টরটি সে ২,০০,০০০/= টাকার বিনিময়ে ধৃত আসামী সুজন আলী(১৯) পিতাঃ মৃত জহিমুদ্দিন সাং- বাগানবাড়ী(জাদুর হাট) থানা ও জেলাঃ নীলফামারীসহ তার সহযোগীদের নিকট হতে ক্রয় করেছে। পরবর্তীতে ধৃত আসামী রঞ্জুর এর দেয়া তথ্য মতে অদ্য ইং ১৩/০৯/২০২০খ্রিঃ তারিখ দুপুর অনুঃ ১৩.৩০ ঘটিকার সময় তারাগঞ্জ চৌরাস্তা হতে আসামী সুজন আলীকে গ্রেফতার করা হয়। আসামীদ্বয়কে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারার স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদানের লক্ষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। পলাতক চোর দলের সদস্যেদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বাংলাবান্ধায় ইউপি চেয়ারম্যানের ভাড়াটে লোকের সঙ্গে সাধারন জনতার সংঘর্ষ, আহত-১৪

Share the post

Share the postমুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় সাতজনকে আটক করে পুলিশ ও বিজিবির কাছে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১৬ আগস্ট) উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সিপাইপাড়া বাজারে এ ঘটনাটি ঘটে। এ সংঘর্ষে ভাড়াটিয়া লোক ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান […]

তেঁতুলিয়ায় চেয়ারম্যানের অফিসে তালা, পরিষদ আসেন না চেয়ারম্যান

Share the post

Share the postমুহম্মদ তরিকুল  ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে বিপুলসংখ্যক টাকা বিভিন্নভাবে লোকজনের কাছ থেকে নেওয়ার অভিযোগে উঠেছে। প্রায় শতাধিক ভুক্তভোগী পরিবার প্রতিদিন  ইউনিয়ন পরিষদ চত্বরে টাকা নেওয়ার জন্য ভিড় করছেন। এদিকে পরিষদে আসেন না চেয়ারম্যান। সরকার পতনের পর থেকে চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে দু’একবার দেখা গেলেও আর দেখা যায়নি, জানান […]