সৈয়দপুরে পল্লী গ্রামে ভয়াবহ আগুন,৮ টি পরিবার নিঃস্ব,সর্বস্ব পুড়ে ছাই।
রাজু আহমেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): সৈয়দপুরে প্রত্যন্ত পল্লীতে এক ভয়াবহ অগি্নকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ নভেম্বর)দুপুর ২ টার দিকে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুশরত ধুলিয়া পঞ্চায়েত পাড়ায় এ ঘটনা ঘটেছে। আগুনে ৮টি পরিবারের ১০-১২টি টিনের ও খড়ের ঘরসহ সর্বস্ব পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ ১২ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এর আগে গত শুক্রবার (২৭ নভেম্বর) একই গ্রামের নয়াপাড়ায় আগুন লাগে এবং এতে ৩টি পরিবারের সবর্স্ব পুড়ে যায়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়। এ আগুনের লেলিহান শিখা মুর্হূতেই আশপাশে বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এতে আলি হোসেন, নুরু হক, নুর জামাল, এমদাদুল হক, মাজেদুল ইসলাম, মানিকুল ইসলাম, ময়নুল ইসলাম ও মোছা. অহিদা বেগম মোট ৮টি পরিবারে ঘর, ঘরে থাকা আসবাবপত্র, মূল্যবান কাপড়চোপড়, ধান, চাল, পাট, তামাক ও নগদ অর্থসহ সবকিছুই চোখের সামনে পুঁড়ে যায়।আগুনের খবর পেয়ে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী ঘটনাস্থলে ছুঁটে যান। এবং ক্ষতিগ্রস্তদের খোজ খবর নেন।