সুনামগঞ্জে বিয়াম ল্যাবরেটরী স্কুলকে ৫৬ শতক ভূমি দিলেন প্রধানমন্ত্রী
আল হাবিব, সুনামগঞ্জ : সুনামগঞ্জ শহরের ঘোলঘর-কাজীর পয়েন্ট এলাকায় প্রতিষ্ঠিত জেলার একমাত্র ইংরেজি ভার্সনের বিদ্যাপীঠ সুনামগঞ্জের বিয়াম ল্যাবরেটরি স্কুলকে ৫৬ শতক অকৃষি খাস জমি স্থায়ী বন্দোবস্ত প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে বিয়াম ল্যাবরেটরি স্কুল কতৃপক্ষ। এই উপলক্ষ্যে বিয়াম ল্যাবরেটরি স্কুলের পক্ষ থেকে বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বিকালে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসিম উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও সুনাগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হাসান, বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিচালনা কমিটির সদস্য আব্দুল হাই জায়গীর রাজ। সভায় সুনামগঞ্জের শিশুদেরকে মনোরম পরিবেশে ৫৬ শতক জমি স্কুলের জন্য উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুল রহমান মিসবাহ্’র প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয় পাবলিক সার্ভিস কমিশনের সদ্য অবসরপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এঁর প্রতি, দুদকের সনিয়ির সচিব মোহাম্মদ দিলোয়ার বখত, ভূমি সচিব মাকসুদুর রহমান পাটোয়ারি’র প্রতিও কৃতজ্ঞতা জানান বক্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনের সভায় স্কুলের শিক্ষিকা, শিক্ষার্থী অভিভাবক, গণমাধ্যমীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর কেক কাটা হয়।