সিরাজগঞ্জে কামারখন্দ কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের শুভ উদ্বোধন

Share the post
জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় কম্পিউটার প্রশিক্ষণ ও হস্তশিল্পের প্রসারের জন্য ডিজিটাল মার্কেটিং প্রকল্পের উদ্বোধন।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকোশাতে ‘সুখের আলো মহিলা কল্যাণ সংস্থা’র উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে কম্পিউটার প্রশিক্ষণ ও ডিজিটাল মার্কেটিং প্রযুক্তি প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) সকালে ঝাঐল ইউনিয়নের পাইকোশা বাজার এলাকায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, “এই উদ্যোগের মাধ্যমে এলাকার বেকার যুবক-যুবতী এবং তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে এই প্রশিক্ষণ তাদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করবে।” তিনি আরও যোগ করেন যে, এই ধরনের উদ্যোগ বেকার যুবক-যুবতীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন এবং ঝাঐল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আওয়াল সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সুখের আলো মহিলা কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক কামরুন নাহার।
অনুষ্ঠানে শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন, যারা এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নয়নে আগ্রহী। এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা কম্পিউটার ও ডিজিটাল মার্কেটিং প্রযুক্তিতে দক্ষতা অর্জন করবে, যা তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য সহায়ক হবে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হস্তশিল্পের প্রসার ও ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ সমাজ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে। এছাড়া, এটি স্থানীয় হস্তশিল্পের আন্তর্জাতিক বাজারে প্রবেশের পথ সুগম করবে।
এই প্রকল্পটি সফল হলে অন্যান্য অঞ্চলেও এমন উদ্যোগ গ্রহণের জন্য অনুপ্রেরণা যোগাবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবি’র লালন শাহ হল পরিদর্শনে উপাচার্য

Share the post

Share the postইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের সার্বিক অবস্থা ও খোঁজখবর নিতে সশরীরে হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিনি হল পরিদর্শনে আসেন। এ সময় হলের লাইব্রেরীর জন্য নিজ অর্থায়নে ৫ হাজার টাকা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর […]

ইবিতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Share the post

Share the postইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর এলাকায় পূবালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ফরিদপুর অঞ্চলপ্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, কুষ্টিয়া শাখার […]