

জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি :সকালবেলা, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও পরিবার-পরিজন নিয়ে ব্যস্ত মহাসড়ক। সবাই ছুটছেন নিজ গন্তব্যে। এমন সময় হঠাৎ করেই ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাগবাড়ি এনডিপি অফিসের সামনে কক্সবাজার থেকে চাপাইনবাবগঞ্জগামী পাতা পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। মুহূর্তের মধ্যে চিৎকার-আহাজারিতে স্তব্ধ হয়ে যায় চারপাশ।
দুর্ঘটনায় অন্তত ৫ জন আহত হন। তবে সৌভাগ্যবশত প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের দ্রুত স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বাসটি বেপরোয়া হয়ে যায় এবং চালক আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি।
যমুনা সেতু পশ্চিম থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. রমজান আলী বলেন, “বাসটি বাগবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”
এদিকে খবর পেয়ে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনাস্থলে পুলিশ পাঠান। তিনি জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রতিদিন এই মহাসড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে। ব্যস্ত এ রাস্তায় একটি ছোট্ট ভুল মুহূর্তেই কেড়ে নিতে পারে অনেক প্রাণ। দুর্ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, চালকদের অমনোযোগিতা ও বেপরোয়া গতি এ ধরনের দুর্ঘটনার মূল কারণ।
আজকের এই ঘটনায় আবারও পরিষ্কার হলো—সচেতনতা, নিয়ম মেনে গাড়ি চালানো এবং সড়ক ব্যবস্থাপনায় কঠোর নজরদারি ছাড়া দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। যাত্রীদের জীবনের নিরাপত্তাই হতে হবে সর্বাগ্রে।