

মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর নিয়মিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বিজয়নগর উপজেলার বিষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৫৭ বোতল ইস্কফ সিরাপ জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুলাই (সোমবার দিবাগত মধ্যরাতে) সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ বিষ্ণপুর বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। মাদকদ্রব্যগুলো একটি নির্জন স্থান থেকে উদ্ধার করা হয়, তবে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে একই বিওপি কর্তৃক সম্প্রতি পরিচালিত একাধিক অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
১৬ জুলাই: ৩৬ কেজি গাঁজা
১৭ জুলাই: ৫৫৬ বোতল ইস্কফ ও ৪৭ বোতল ফেন্সিডিল
১৮ জুলাই: ৫০ কেজি গাঁজা
১৯ জুলাই: ৪৭৬ বোতল ইস্কফ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত সব মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে, যা পরবর্তীতে ধ্বংস করার জন্য হস্তান্তর করা হবে।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এবং পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে যেন কোনো মাদক বা চোরাচালানী পণ্য দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে ২৫ বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক রয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।