সমঝোতার সালিশে না আসায় যুবককে পিটিয়ে হত্যা, আহত ৫
মোঃ সামিরুজ্জামান প্রতিনিধি,চ্যানেল ২১ :ভোলার চরফ্যাশনে পূর্বের বিরোধের সমঝোতার সালিশে না আসায় মো. মাসুদ (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: পাওয়া গেছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
নিহত মাসুদ চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ির মো. খালেকের ছেলে। শুক্রবার দুপুরের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, কয়েকদিন আগে, বুধবার রাতে, আবু বক্করপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল আমিনের সঙ্গে নিহত মাসুদ ও তার ভাইদের মধ্যে মারামারি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতার সালিশ বসার কথা ছিল। কিন্তু মাসুদ ও তার পরিবারের কেউ সেখানে উপস্থিত হননি।
এতে ক্ষিপ্ত হয়ে আল আমিনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন যুবক দুপুরের দিকে মাসুদের বাড়িতে হামলা চালায়। তারা রড ও লাঠি-সোটা দিয়ে মাসুদসহ তার ভাই এবং পরিবারের অন্য সদস্যদের মারধর করে।
হামলার একপর্যায়ে মাসুদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ধুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।