সন্দ্বীপের সন্তান রেজাকুল হায়দার আইএফআইএলের নির্বাচিত হলেন।
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি রেজাকুল হায়দার ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) পরিচালনা চেয়ারম্যান নির্বাচিত হয়ছেন।অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনায় সভায় তাকে নির্বাচন করা হয়।রেজাকুল হায়দার আইএফআইএলের উদ্যোক্তা পরিচালক এবং বিগত বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন।চট্রগ্রাম বিশ্ব-বিদ্যালয় থেকে স্নাতক শেষে রেজাকুল হায়দার ১৯৮২ সালে একজন ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশের অন্যতম শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান ইয়ুথ গ্রুপের একজন প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান। এছাড়া তিনি ইয়ুথ ফ্যাশন লিমিটেড, ইয়ুথ গার্মেন্টস, পেট্রোম্যাক্স সিলিন্ডার লিমিটেড, চেয়ারম্যান। তিনি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যরেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান। এছাড়া তিনি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ওসন্দ্বীপে একটা বৃহৎ হাসপাতাল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।