সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচরে একবাড়ি লক-ডাউন।
জামসেদ আলম(সন্দ্বীপ প্রতিনিধি): সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচরে করোনা আক্রান্তের সন্দেহে ১বাড়ি লক -ডাউন করছে স্থানীয় প্রশাসন। জানা যায় সোমবার বিকাল ৪টার দিগে স্থানীয় লোকদের সূত্রে খবর পেয়ে ৩নং ওয়ার্ডের বাসিন্দা মাফিজ মাঝির বাড়ি লক-ডাউন নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ অফিসার মোঃ জাকের হোসেন।ঐ এলাকার সূত্রে জানা যায় উড়িরচর মাফিজ মাঝির দুই সন্তান মোঃ হেলাল(২৩) ও আরিফ(২৪) নারায়নগঞ্জে টিবওয়াল স্থাপনের কাজে দীর্ঘদিন নিয়েজিত ছিল।নারায়ণগঞ্জের পরিস্থিতি ধীরে ধীরে খারাব হলো তারা নিজ এলাকায় আসতে গিয়ে মাইজদি পুলিশের নজরে পড়লে তারা অভিনব কাদায় দ্রুত মাইজদি ছেড়ে ভয়ারচর অত্মীয় বাড়িতে চলে আসে।সেখানে চারদিন অবস্থান করার পর আজ ভোরে ৫.৩০টায় পশ্চিমের নদী দিয়ে গোপনে বোট ধরিয়ে উড়িরচর আসলে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বিষয়টি এলাকাবাসী পুলিশকে জানাইলে প্রশাসন ঘটনাস্থলে এসে দুই ভাই সহ সম্পূর্ণ পরিবারকে লক-ডাউন করে দেয়।স্থানীয় পুলিশ ক্যাম্পের অফিসার ইনজার্চ মোঃ জাকের বলেনঃ-নোয়াখালির থেকে দুই ভাই সকালে উড়িরচর আসলেই। ঐ এলাকাবাসীর মধ্যে আতঙ্কিত ছড়িয়ে পড়ে।খবর পেয়ে আমরা দ্রুত সময়ে ঐ বাড়িতে গিয়ে দুই ভাই সহ সম্পূর্ণ পরিবারকে লক-ডাউন করে দিয়েছি।তার খাবার সহ যা কিছু প্রয়োজন আমরা ব্যাবস্থা করে দিবো।