শপথ নিলেন বোয়ালখালী পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দ

Share the post

শপথ গ্রহণ করেছেন চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ।বুধবার (১৩ অক্টোবর) দুপরে চট্টগ্রাম সার্কিট হাউজে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান বলেছেন, “আজ যারা মেয়রসহ বিভিন্ন পদে শপথ নিয়েছেন তারা একমুহুর্ত আগে রাজনৈতিক কর্মী থাকলেও এখন  থেকে জনগনের সেবক; সরকারে অংশ। তাই এ শপথ শুধু কিছু কথা নয়, দায়িত্ব পালনের অঙ্গিকার। এখন থেকে সকলে দেশের স্বার্থে কাজ করবেন।”

অনুষ্ঠানে পৌরসভার নব-নির্বাচিত মেয়র জহুরুল ইসলাম ও কাউন্সিলর তারেকুল ইসলাম, সিরাজুল হক, আরিফউদ্দিন জুয়েল, সুনীল চন্দ ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী, মো. নাছের আলী, মাহমুদুল হক, মো. পারভেজ, মো. জাহাঙ্গীর আলম, রেবেকা সুলতানা মনি, জোবাইদা বেগম, শাহনাজ পারভিন নিলু শপথবাক্য পাঠ করেন।

বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম বলেন, “চট্টগ্রাম শহরের সবচেয়ে নিকটতম পৌরসভা বোয়ালখালী। কিন্তু এই পৌরসভার অবকাঠোমগত কোনো উন্নয়ণ হয়নি। হঠাৎ কেউ আসলে তাদের কাছে এই এলাকাটিকে বাংলাদেশ থেকে একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো মনে হয়। সমস্যাগুলো চিন্হিত করে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

শপথ অনুষ্ঠানে শেষে বোয়ালখালী পরিষদ চত্বরে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ  হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো এমরান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সুজন প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]