রোহিঙ্গারা জঙ্গিবাদে জড়িয়ে পড়তে পারে
রোহিঙ্গারা সম্প্রদায়টি পর্যায়ক্রমে জঙ্গিবাদী তৎপরতার সঙ্গেও জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরকারে সবরকম তৎপরতার পরেও রোহিঙ্গারা ক্রমশ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে বলে জানান তিনি।
শুক্রবার বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমিতে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ১৩ বছর উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রোহিঙ্গারা নিজেদের মধ্যে ক্রমশ সংঘাতে জড়িতে পড়ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বলেন, দ্রুত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে ভারতসহ বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা জালকে ফাঁকি দিয়ে জঙ্গিরা কোনো রকম তৎপরতা চালানোর ক্ষমতা রাখে না বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। দেশের বাইরে থেকে জঙ্গি তৎপরতা উসকে দেয়ার কেউ চেষ্টা করছে কিনা সে বিষয়ে সরকার সর্তক দৃষ্টি রাখছে বলে জানিয়েছেন তিনি।