রাবির আইআর বিভাগে ‘রোহিঙ্গা ইস্যু’ বিষয়ক বিশেষ সেমিনার

Share the post
সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয়র প্রতিনিধি:রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী ও সম্মানজনক সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা ও কৌশলগত কূটনৈতিক পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। “শরণার্থী সংকট নিরসন নিয়ে ভাবনা: উত্তর-উপনিবেশবাদ প্রেক্ষিতে রোহিঙ্গাদের দৃষ্টিভঙ্গির বিশ্লেষণ” শীর্ষক এক সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।রবিবার (৪ মে) সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের আয়োজিত সেমিনারে এসব বিষয়ে আলোচনা করা হয়।সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের সমন্বয়ক ড. শরিফুল ইসলাম। তিনি বলেন, “রোহিঙ্গা শরণার্থীরা তাদের নিজ দেশে—মিয়ানমারে—ফিরতে চান, তবে সেটি হতে হবে নৃতাত্ত্বিক পরিচয়ের স্বীকৃতি ও নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি পাওয়ার পর। শুধু রাষ্ট্রের যেকোনো স্থানে ফেরত পাঠানো নয়, বরং নিজ জন্মভূমিতে ফেরার অধিকার তারা চান।”তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জন্য সম্মানজনক প্রত্যাবর্তন মানে শুধুমাত্র শারীরিকভাবে ফেরত যাওয়া নয়, বরং তাদের বসতবাড়ি ও পরিচয় ফিরে পাওয়া। প্রচলিত প্রত্যাবাসন প্রক্রিয়া তাদের বাস্তব দাবিকে উপেক্ষা করে।
রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনকে জটিল করে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের উচিত হবে কৌশলগতভাবে মিয়ানমারের জান্তা সরকার, আরাকান আর্মি এবং চীনের সমর্থন আদায়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা।
রাখাইনে মানবিক করিডর গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ড. ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশ সরকারের উচিত সর্বদলীয় বৈঠকের মাধ্যমে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। তবে এতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, মানবিক করিডর বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়, মিয়ানমার সরকার ও আরাকান আর্মির কাছ থেকে প্রত্যাবাসনের প্রতিশ্রুতি আদায় করাও জরুরি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সরকারি স্বীকৃতি পেল রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব 

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব (RUEC) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক ‘গ’ শ্রেণির বিজ্ঞান ক্লাব হিসেবে সরকারি স্বীকৃতি পেয়েছে। গত ১৯ জুলাই ২০২৫ থেকে শুরু হয়ে এই নিবন্ধন ১৯ জুলাই ২০৩০ পর্যন্ত কার্যকর থাকবে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি শুরু থেকেই  শিক্ষার্থীদের […]

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু; শিক্ষার্থীরা রাবি মেডিকেলের নাম দিল ‘নাপা সেন্টার’

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের  এক শিক্ষার্থী মারা গেছেন। চিকিৎসা কেন্দ্রের অবহেলা ও প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ এনে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা রাবি মেডিকেল সেন্টারের নাম পরিবর্তন করে ‘নাপা সেন্টার’ ব্যানার টাঙিয়ে দেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে […]