রাবির সৈয়দ আমীর আলী হল সংস্কারে ছাত্রশিবিরের ১৯ দফা প্রস্তাব

Share the post
সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি ও সমস্যার অবসানে ১৯ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাবির সৈয়দ আমীর আলী হল শাখা। হলের পরিবেশ উন্নয়ন, নিরাপত্তা এবং ছাত্রকল্যাণে বাস্তবসম্মত ও সময়োপযোগী সমাধানের পথও দেখিয়েছে সংগঠনটি।ছাত্রশিবিরের দাবির মধ্যে রয়েছে, রিডিং রুমের আধুনিকায়ন, স্থান বৃদ্ধি ও এসির ব্যবস্থা, নিরাপদ সাইকেল গ্যারেজ, নিষ্ক্রিয় লাইব্রেরি ও ডিবেট ক্লাব চালু, পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ ও সিসিটিভি ক্যামেরা স্থাপন, মসজিদে এসি স্থাপন ও পুরাতন ফ্যান পরিবর্তন, গেস্টরুম ও গেমস রুম সংস্কার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ, উচ্চগতির ইন্টারনেট সংযোগ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, গণরুমের ব্যবস্থা করা। পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, জিমনেসিয়াম পুনরায় সচল করা, হলের সৌন্দর্যবর্ধন কর্মসূচি গ্রহণ করা, ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মসূচি, প্রাক্তনদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হলে পুনর্মিলনী, ছায়া দানকারী বৃক্ষ রোপণ ও পর্যাপ্ত লাইট স্থাপনের মাধ্যমে আলোক স্বল্পতা দূরীকরণ।
শিবিরের মতে, ২০২৪-এর বিপ্লবের পর শিক্ষার্থীদের আশা ছিল হল প্রশাসন দ্রুত সমস্যা সমাধানে এগিয়ে আসবে। তাদের এ ১৯ দফা দাবি সেই প্রত্যাশারই ধারাবাহিক প্রকাশ।
এ বিষয়ে সৈয়দ আমীর আলী হল ছাত্রশিবির সভাপতি মো. নাঈম ইসলাম বলেন, আমাদের উত্থাপিত দাবিগুলো নিছক আবেগনির্ভর নয়—এগুলো সময়োপযোগী ও পুরোপুরি যৌক্তিক। আধুনিকায়নের এই যুগে আমরা চাই, সৈয়দ আমীর আলী হলও হোক একটি উন্নত, সুপরিচালিত এবং শিক্ষাবান্ধব আবাসন। আমরা এমন একটি হল পরিবেশ চাই, যেখানে শিক্ষার্থীরা নির্বিঘ্নে অধ্যয়ন করতে পারবে, মানসিক স্বস্তি পাবে এবং নিরাপদ আবাসনের নিশ্চয়তা থাকবে। আমাদের দৃঢ় বিশ্বাস, এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে সৈয়দ আমীর আলী হল হয়ে উঠবে একটি আদর্শ আবাসন, যা শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যত—দু’টোকেই ইতিবাচকভাবে প্রভাবিত করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সরকারি স্বীকৃতি পেল রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব 

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব (RUEC) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক ‘গ’ শ্রেণির বিজ্ঞান ক্লাব হিসেবে সরকারি স্বীকৃতি পেয়েছে। গত ১৯ জুলাই ২০২৫ থেকে শুরু হয়ে এই নিবন্ধন ১৯ জুলাই ২০৩০ পর্যন্ত কার্যকর থাকবে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি শুরু থেকেই  শিক্ষার্থীদের […]

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু; শিক্ষার্থীরা রাবি মেডিকেলের নাম দিল ‘নাপা সেন্টার’

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের  এক শিক্ষার্থী মারা গেছেন। চিকিৎসা কেন্দ্রের অবহেলা ও প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ এনে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা রাবি মেডিকেল সেন্টারের নাম পরিবর্তন করে ‘নাপা সেন্টার’ ব্যানার টাঙিয়ে দেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে […]