রাজউকে দুদকের অভিযান

Share the post

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কিছু অসাধু কর্মকর্তার অবৈধ অর্থের বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মানের সুযোগ প্রদানের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানিয়েছে অভিযানকারী দলটি।

মঙ্গলবার (৩ জুন) দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর অসাধু কর্মকর্তাগণ অবৈধ অর্থের বিনিময়ে নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণের সুযোগ প্রদানের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আজ একটি এনফোর্সমেন্ট অভিযান চালায়।

অভিযানকালে টিম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকায় সরেজমিনে পরিদর্শন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র এবং অভিযোগ সংশ্লিষ্ট ও অন্যান্য ব্যক্তিদের বক্তব্য বিশ্লেষণে অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিমের নিকট প্রতীয়মান হয়েছে। প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনান্তে টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের ১০০ কোটি টাকার টিকা ক্রয়ে দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের একটি টিম অধিদপ্তরের ফার্মগেট (ঢাকা) কার্যালয়ে অভিযান চালায়। অভিযুক্ত মহাপরিচালক, পরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক কোরবানির হাটে ভেটেরিনারি সেবা তদারকিতে থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। টিম উপপরিচালক (প্রশাসন) এর কাছ থেকে প্রাথমিক নথি সংগ্রহ করে এবং অবশিষ্ট নথির জন্য চাহিদাপত্র জারি করে। নথি পর্যালোচনা শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার টিম হাসপাতাল তদন্ত করে। টিম টিকেট কাউন্টার, টিকা কেন্দ্র, রান্নাঘর ও পরিচ্ছন্নতা ব্যবস্থা পরিদর্শন করে এবং সেবাগ্রহীতাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। অভিযানে ভ্যাকসিন ও টিকার কার্ড ফুরিয়ে যাওয়া, এক্স-রে পরীক্ষার দৈনিক সীমা ৪০টি নির্ধারণ এবং আউটসোর্সিং কর্মচারীদের মাসাধিককাল বেতন বকেয়ার তথ্য পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষকে অনিয়ম দূর করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন ও সমাবেশ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘মাদক বিক্রি করে যারা – সমাজ থেকে তাদের তারা’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সেচ্ছাসেবক দল কুল্লাগড়া ইউনিয়নের আয়োজনে ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের দিক নির্দেশনায়, মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে পৌরশহরের শিবগঞ্জ বাজার এলাকায় সর্বস্তরের অংশগ্রহনে মাদক […]

দুর্গাপুরে কমরেড মোহাম্মদ ফরহাদ স্মরণসভা অনুষ্ঠিত

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও জননেতা কমরেড মোহাম্মদ ফরহাদ এর ৩৮তম বার্ষিকী উদযাপন উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে সর্বস্তরের অংশগ্রহনের এ কর্মসুচী পালিত হয়। এ উপলক্ষে […]