মির্জাপুরে রতনের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল ও বাড়ি দখলের অভিযোগ উঠেছে

Share the post

সীমান্ত দাস, ‎মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‎টাঙ্গাইলের মির্জাপুরে রতন নামের এক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল ও বাড়ি দখলের অভিযোগ উঠেছে।উপজেলার গোড়াই ইউনিয়নের মঈননগর (মাজারচালা) এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় ভুক্তভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে একটি প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন।

‎ভুক্তভোগীরা জানান, সাইদুল ইসলাম রতনের কাছ থেকে অনেক দিন আগে সাদা স্ট্যাম্প ও জায়গার জলিল বন্ধক রেখে টাকা পয়সার লেনদেন হয়। ভুক্তভোগীরা টাকা পয়সা না দিতে পারায় সেই সুযোগ কাজে লাগিয়ে রতন তাদের জমি ও বাড়ি দখলে যায়। এই লোকের কারণে আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেছি। অন্যদিকে তার উচ্ছেদ অভিযান চান সাধারণ জনগণ।

‎এক ভুক্তভোগীর ছোট বোন বিথি বলেন, আমার বড় বোন সাবিনা বেগম রতনের কাছ থেকে সাদা স্ট্যাম্প এ স্বাক্ষর করে এবং জমির দলিল জমা দিয়ে তার থেকে সর্বমোট ৫ লক্ষ ৫০ হাজার টাকা নেন। এরপর তিনি একই টাকার উপরে সুদ সহ অনেক বেশি পরিমাণে চক্রবর্তী সুদ ধরে ১৫ লক্ষ দাবি করেন এবং আমাদের জন্য দেওয়া অসম্ভব হয়ে পড়ে না। তখন আমরা কেউ টাকা পয়সা না দিতে পারলে অন্যভাবে জমি ও বাড়ি দখল করে নিজের বলে দাবি করেন। রতন আমাকে বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ সহ খারাপ ইঙ্গিত দেন।

‎একইভাবে ওই এলাকার ৪-৫ জন সহ আরও বেশ কিছু লোকজনকে এইরকম প্রতারণার শিকারে ফালিয়েছেন। ভুক্তভোগীদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে সাইদুল ইসলাম রতন।

‎বিথি ওরফে ইতির বড় ভাই আল-আমিন দেওয়ান (জনি) জানান, সাইদুল ইসলাম রতন ভূয়া সাংবাদিক সেজে মির্জাপুরের বিভিন্ন জাগায় মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ও টাকা পয়সা আত্মসাৎ করেছেন। সে অনেক অপরাধ মূলক কাজ কর্ম করে বেড়াচ্ছে সাধারণ মানুষের চোখ ফাঁকি দিয়ে। তার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। উনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তদন্ত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন।

‎উক্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রথমে স্থানীয় এলাকাবাসী সামাজিকভাবে মীমাংসার জন্য শালিসি বৈঠক হলেও কোন সমাধানে আসেনি।

‎এব্যাপারে মির্জাপুর থানায় অভিযোগ এর ভিত্তিতে দুই পক্ষের মামলাও হয়েছে। এখন সকলের দাবী আমাদের ঝামেলা যাতে সমাধান করা হয়। সে আমাদের বাচ্চাদের উপর খারাপ কিছু করতে পারে। উনাকে যেন গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

“পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী, আয়েন উদ্দিন”

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁ নিয়ামতপুর উপজেলার সীমন্তপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আয়েন উদ্দিন আহমেদ। গেল বুধবার (১অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি ইউনিয়নের সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনকে সফল ও সার্থক […]

দুর্গাপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ঘোষণা

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) অন্তর্ভুক্তি, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে আবারও কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ হেলথ […]