মিটারে টাকা ফুরিয়ে গেলেও গ্যাস-বিদ্যুৎ পাবেন গ্রাহকরা
মোজাম্মেল আনোয়ারঃ করোনাভাইরাসের কারণে লাখ লাখ মানুষ আজ গৃহবন্দী।তাই জরুরি সেবা ছাড়া নগরীর সকলকিছু বন্ধ রয়েছে।এতে কোনো গ্রাহকের যদি গ্যাসের মিটারে টাকা শেষ হয়ে যায় এবং রিচার্জ করতে না পারেন তারা আগের নিয়মে ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন। যারা গ্যাস- বিদ্যুতে প্রি-পেইড মিটার ব্যবহার করছেন তারা টাকা ফুরিয়ে গেলেও গ্যাসের প্রি-পেইড মিটারে ইমার্জেন্সি ব্যালেন্সের মাধ্যমে আগের নিয়মে ব্যবহার করতে পারবেন। অন্যদিকে বিদ্যুতের প্রি-পেইড মিটারের টাকা শেষ হয়ে গেলেও ফোনে যোগাযোগ করলেই মিটারের ব্লক খুলে দেবেন কর্তৃপক্ষ। পিডিবি চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ শামছুল আলম বলেন, “বিদ্যুতের বিল দেওয়া সহজ। অনলাইনে এ বিল দেওয়া যায়। এ জন্য প্রি-পেইড মিটারে ইমারজেন্সি ব্যালেন্স রাখার ব্যবস্থা না রাখলেও, গ্রাহকরা রিচার্জ করতে অসুবিধা হলে কল করে যোগাযোগ করলেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।” কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহমেদ মজুমদার বলেন, ‘গ্রাহকদের অসুবিধার কথা চিন্তা করেই এ ব্যবস্থা করা হয়েছে।’ বাংলানিউজ এদিকে মাসিক গ্যাস ও বিদ্যুতের বিল দিতে ব্যাংকে না যাওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তিন মাসের বিদ্যুতের বিল মে মাসে জমা দিতে বলা হয়েছে। এ জন্য কোনো বিলম্ব মাশুল বা সারচার্জ দিতে হবে না গ্রাহককে। আর ফেব্রুয়ারি থেকে মে-এই চার মাসের গ্যাসের বিল আগামী জুনে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।