মাভাবিপ্রবি ঘাটাইল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাকিব-উদয়
মো. নাজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি:মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘এমবিএসটিইউ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঘাটাইল’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) সংগঠনের বিদায়ী সভাপতি আদহাম অভি এবং উপদেষ্টা মো. তৌকির আহমেদ নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে পদার্থবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান রাকিব সভাপতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদয় তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি রাকিব বলেন, “বিগত সময়ের ঘাটতিগুলো কাটিয়ে নতুন পরিকল্পনায় সংগঠনকে সক্রিয় করতে চাই। সবার সহযোগিতায় একটি সফল সেশন উপহার দিতে চাই।”
সাধারণ সম্পাদক উদয় তালুকদার বলেন, “নতুনদের সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আশা করি সবার সহযোগিতায় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।”
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি: নাজমুল হাসান তৌফিক (টেক্সটাইল), মো. রফিক হাসান (অর্থনীতি), মো. রিমন তালুকদার (রসায়ন), ইমরান হোসেন (রসায়ন), মোছাঃ আফরোজা খাতুন (ব্যবস্থাপনা), মো. শাহজামাল (ব্যবস্থাপনা)
যুগ্ম সাধারণ সম্পাদক: মামুন হোসাইন (বায়োকেমিস্ট্রি), মো. শামীম (ফুড টেকনোলজি), তাহমিনা ইয়াসমিন (অর্থনীতি), মো. মহিউদ্দীন হাবিব (কম্পিউটার বিজ্ঞান), সাকলাইন এহসান সাব্বির (অর্থনীতি)
সাংগঠনিক সম্পাদক: সাগর ঘোষ (হিসাববিজ্ঞান)
সহ-সাংগঠনিক সম্পাদক: মো. সোলায়মান সুমন (রসায়ন)
অর্থ সম্পাদক: মো. কামরুল হাসান (হিসাববিজ্ঞান)
আইন সম্পাদক: শিপন চন্দ্র বর্মন (ক্রিমিনোলজি)
নারী বিষয়ক সম্পাদক: মির্জা রিমা (জেনেটিক ইঞ্জিনিয়ারিং)
ধর্ম বিষয়ক সম্পাদক: রাকিব হোসেন শিশির (হিসাববিজ্ঞান)
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: সাবিলা জান্নাত রিয়া (জেনেটিক ইঞ্জিনিয়ারিং), জয় কর্মকার (আইসিটি)
দপ্তর সম্পাদক: মো. রাসেল খান (অর্থনীতি)
প্রচার সম্পাদক: সোহাগ শিকদার (ফুড টেকনোলজি)
ক্রীড়া সম্পাদক: মমিনুল ইসলাম আরজু (পদার্থবিজ্ঞান)
সংস্কৃতি সম্পাদক: নিঝুম নিশু (হিসাববিজ্ঞান)
পরিকল্পনা সম্পাদক: শিলা আক্তার সিথী (ক্রিমিনোলজি), ইমতিয়াজ মাহমুদ (ব্যবস্থাপনা), সাদিয়া আক্তার (অর্থনীতি)
উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও অভিজ্ঞ শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:
অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোঘল, অধ্যাপক ড. মেহেদী হাসান তালুকদার, সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক নিলুফার ইয়াসমিন, সহকারী অধ্যাপক মৌসুমি দত্ত এবং প্রভাষক হাফিজা আক্তার মিম।
বিভিন্ন বর্ষ ও বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন এই কমিটি সংগঠনটির আগামীর পথচলাকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও ফলপ্রসূ করতে অঙ্গীকারবদ্ধ।
উল্লেখ্য, বিদায়ী কমিটির সভাপতি ছিলেন আদহাম অভি এবং সাধারণ সম্পাদক ছিলেন মো. হাবিবুল্লাহ। তাঁদের নেতৃত্বে সংগঠনটি যে সাফল্য অর্জন করেছে, নতুন কমিটিও সেই ধারা বজায় রেখে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।