মাভাবিপ্রবি সিআরসি’র নেতৃত্বে দ্বীন ইসলাম ও জোসেফ

Share the post

মো. নাজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখার স্বেচ্ছাসেবী সংগঠন “কাম ফর রোড চাইল্ড (সিআরসি)”–এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. দ্বীন ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান জোসেফ

সিআরসি কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক মো. সাকিব মন্সীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটিতে মোট ৮২ জন সদস্য রয়েছে, যারা আগামী এক বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন।

সভাপতি মো. দ্বীন ইসলাম বলেন, “সমাজের সবচেয়ে অবহেলিত শিশুদের পাশে দাঁড়াতে পারাটা আমার জীবনের গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, পথশিশুরাও একটি সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকার রাখে। সেই লক্ষ্যেই আমাদের কাজ চলবে।”

সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জোসেফ বলেন, “এই দায়িত্ব আমার জন্য একটি গুরুত্বপূর্ণ আমানত। আমাদের পরিকল্পনায় থাকবে তৃণমূল পর্যায়ে শিশুদের নিয়ে কাজ করা, শিক্ষায় সহায়তা দেওয়া, এবং সংগঠনের প্রচলিত কার্যক্রমে নতুনত্ব আনা। আমরা একসাথে গড়ে তুলতে চাই একটি পথশিশু-মুক্ত সমাজ।”

সিআরসি মাভাবিপ্রবি শাখা দীর্ঘদিন ধরে পথশিশুদের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবামূলক কাজ করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা দেবহাটায় মাছের ঘেরে তরমুজ চাষ, কৃষকের মুখে হাসি

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা দেবহাটা উপজেলায় নোনা পানির মিশ্র মাছের ঘেরের উপরে দূর থেকে দেখলে মনে হবে সবুজ পাতার ছায়ায় ঝুলছে রঙিন ফলের মালা। কাছে গেলে বোঝা যায়, এগুলো অসময়ের তরমুজ। নিচে মিঠে ও লোনা পানির মিশ্র ঘেরে মাছের খেলা। ওপরে মাচায় ঝুলছে সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগারকুইন আর […]

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার […]