মানবতার ফেরিওয়ালা ও চ্যানেল ২১ এর উদ্যোগে রাতে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ
চট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা ও চ্যানেল ২১ এর উদ্যোগে চট্টগ্রাম নগরীর রাস্তায় যে সকল অসহায় মানুষ রাতের আধারের শীতে কষ্ট পাচ্ছে তাদেরকে কম্বল বিতরণ করা হয়।
গতকাল মধ্যরাতে মানবতার ফেরিওয়ালা ও চ্যানেল টোয়েন্টি ওয়ান এর সকল সদস্য বৃন্দের উপস্থিতিতে এই কম্বল বিতরণ করা হয়। চট্টগ্রাম নগরীর জিইসি টাইগারপাস রেলস্টেশনসহ যে সকল অসহায় মানুষ ফুটপাতে রাস্তার ধারে শুয়ে থাকে তাদেরকে শীতে কষ্ট দূর করার জন্য তাদের গায়ে কম্বল পরিয়ে দেয়া হয়।
উক্ত ওই কম্বল বিতরণে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা চেয়ারম্যান ও চ্যানেল ২১ এর সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মশিউর রহমান।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা ও চ্যানেল ২১ এর পরিচালক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, মানবতার ফেরিওয়ালা সদস্য ও চ্যানেল ২১ এর বার্তা সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, মানবতার ফেরিওয়ালা সদস্য ও চ্যানেল ২১ এর স্টাফ রিপোর্টার ফয়সাল শিকদার, চ্যানেল ২১ রিপোর্টার মোঃ ফাহিমসহ অন্যান্য ব্যক্তিবর্গরা।
মানবতার ফেরিওয়ালা ও চ্যানেল ২১ এর সকল সদস্যরা মোটরসাইকেলে করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে ঘুরে অসহায় মানুষদের মাঝেই কম্বল দেওয়া হয়।