

মোঃ হৃদয়, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের ওপর এক পরিকল্পিত ও বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।
শনিবার (২৫ মে) রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ মে রাতে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার নিজ এলাকায় মেহেদী হাসানের ওপর এই হামলা চালানো হয়। অভিযুক্ত হামলাকারীরা নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতৃস্থানীয় ব্যক্তি বলে অভিযোগ করা হয়েছে। হামলায় গুরুতর আহত মেহেদী হাসান বর্তমানে স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই ন্যাক্কারজনক ঘটনা শুধু একজন শিক্ষার্থীর উপর নিপীড়ন নয়, এটি একজন মুক্তমনা, সচেতন ও সংস্কারমুখী তরুণের মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি আঘাত। এটি বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রদত্ত মৌলিক অধিকার—বিশেষ করে জীবন ও নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের লঙ্ঘন।”
সংগঠনটি অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সকল ব্যক্তির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। এছাড়া, মেহেদী হাসানের দ্রুত সুস্থতা কামনা ও তার প্রতি সংহতি প্রকাশ করা হয়।
জুনায়েদ মাসুদ আরও বলেন, “মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থেকেছি, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। এই ধরনের বর্ণবাদী ও নিপীড়নমূলক ঘটনা সমাজে কখনোই সহ্য করা হবে না। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অবিচল থাকবে।”
ঘটনার দ্রুত তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বিশ্ববিদ্যালয়ভিত্তিক মানবাধিকার সংগঠনটি।