মধ্যরত্না বৌদ্ধ যুব সংঘ এর ২য় বর্ষপূর্তি ও এস এস সি পরীক্ষায় উত্তীর্ণদের সম্মাননা প্রদান-২০২০

Share the post

সোহেল রানা ,উখিয়া প্রতিনিধিঃ রত্নাপালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আজ ০২/১০/২০২০ইং তারিখ মধ্যরত্না বৌদ্ধ যুব সংঘ এর ২য় বর্ষপূর্তি ও এস এস সি পরীক্ষায় উত্তীর্ণদের সম্মাননা প্রদান-২০২০ খ্রি: অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রত্নাপালং ইউনিয়নের মান্যবর চেয়ারম্যান জনাব মো: খাইরুল আলম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে জনাব চেয়ারম্যান মধ্যরত্না বৌদ্ধ যুব সংঘ কর্তৃক এলাকার বৌদ্ধ সমাজের প্রবীন ব্যক্তিদের সম্পৃক্ত করে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করায় যুব সংঘের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম যেমন- অসহায় পরিবারের বিয়েতে সাহার্য্য, করোনাকালীন জীবাণুনাশক স্প্রে, সাবান বিতরণ এসব কাজের প্রশংসা করেন। তিনি তার বক্তব্যে বলেন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অ-সাম্প্রদায়িক চিন্তা চেতনার ভিত্তিতে সব কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছেন। ইউনিয়ন পরিষদের প্রতিটা ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সম্পুন্ন দূর্নীতি মুক্ত করতে সক্ষম হয়েছেন বলে তিনি জানান। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন- আজকে প্রদানকৃত সম্মাননা দেশের প্রতি তাদের কর্তব্য আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমান সমাজে বিষপোড়া হয়ে উঠা মাদকের বিরুদ্ধে সবাইকে অবস্থান নিতে অনুরোধ করে বলেন প্রত্যেকটা সন্তান যদি তার পিতা মাতার কথা মেনে চলে তবেই সম্ভব মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা। পিতা মাতার অবাধ্য কোন সন্তান যতই শিক্ষিত হউক তার দ্বারা দেশ ও জাতি কোনভাবেই উপকৃত হতে পারে না বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। অনুষ্টানের শেষাংশে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণদের ক্রেস্ট প্রদান ও কেক কেটে যুব সংঘের ২বছর পূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত বৌদ্ধ সম্প্রদায়ের বয়স্ক মুরব্বিগণ চেয়ারম্যানে সাথে সাক্ষাত করে বিগত দিনে অত্র ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন চিত্র তুলে ধরে চেয়ারম্যানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে জনাব চেয়ারম্যানের সাথে একতাবদ্ধ থাকার আশাবাদ ব্যক্ত করেন। উক্ত সময় চেয়ারম্যান বলেন- চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার প্রত্যেকটা মানুষের সমস্যায় পাশে থাকার চেষ্টা করেছেন এবং প্রত্যেকটা অসহায় মানুষ যাতে ত্রাণের আওতায় আসে তার জন্য সর্বাত্মক চেষ্টা করে গেছেন। তিনি আরও বলেন এখনো যদি কেউ ত্রাণের আওতাভুক্ত না হয়ে থাকেন তাহলে দ্রুত তার আইডি কার্ডের ফটোকপি ইউনিয়ন পরিষদে জমা করতে বলেন। সবশেষে যুব সংঘের সদস্যদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

টেকনাফে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৬ জেলে আটক..!

Share the post

Share the postফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি”কক্সবাজারের টেকনাফে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। পরে নৌকার মালিককে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়। ২৩ জুলাই বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানিয়েছেন। সিয়াম-উল-হক জানান, গত রোববার […]

টেকনাফের ডাকাতদলের সঙ্গে পুলিশ-কোস্টগার্ডের গোলাগুলি..

Share the post

Share the postফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি’: কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাতদলের সঙ্গে কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে গোলাগুলি হয়েছে। উপজেলার জাদিমুরা পাহাড়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। শনিবার মধ্যরাতে চালানো এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুনুর রশিদ। তিনি জানান, […]