ভোলায় এক্সিম ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা সপ্তাহ উদযাপন
মোঃ সামিরুজ্জামান প্রতিনিধি – চ্যানেল ২১:আর্থিক ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় এক্সিম ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা সপ্তাহ উদযাপন করা হয়েছে। চরনোয়াবাদ এক্সিম ব্যাংক আউটলেটের আয়োজনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোকাম্মেল হক। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থাটির পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মোস্তফা কামাল এবং অতিরিক্ত পরিচালক মোঃ আজাদ হোসেন। এছাড়া ব্যাংকের অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “আর্থিক সাক্ষরতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সঠিকভাবে বুঝে, যাচাই করে আর্থিক সিদ্ধান্ত নিতে হবে। ব্যাংকিং লেনদেন সম্পর্কে সচেতন হয়ে সঠিক বিনিয়োগ ও সঞ্চয়ের পথ খুঁজে নিতে হবে।” এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিক খাত সম্পর্কে সচেতন করে তোলার পাশাপাশি, ব্যাংকিং সুবিধা ও সঠিক আর্থিক পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধ করা হয়েছে বলে আয়োজকরা জানান।