

মাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ায় সেপ্টেম্বর দুপুর ১ টায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা তিতাস কম্পিউটার ট্রেনটি হঠাৎ করেই ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ট্রেনটি দীর্ঘক্ষণ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে দাঁড়িয়ে আছে। হঠাৎ এমন ঘটনায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। নারী-পুরুষ ও শিশু যাত্রীরা ট্রেনের ভেতরে অস্বস্তিকর অবস্থায় অপেক্ষা করছেন।
এ বিষয়ে তিতাস ট্রেনের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, “যেহেতু ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, কন্ট্রোলের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারব না। তবে আমাদের চেষ্টা চলছে, কিছুক্ষণ সময় লাগতে পারে।”
এদিকে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায়ই এই রুটে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় তাদের ভোগান্তির শেষ থাকে না। তারা দ্রুত সমাধানের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেছেন।