বোয়ালখালীতে কৃষকের শখের ক্ষেতের ফসল নষ্ট, অতপর ক্ষোভে মৃত্যু

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নস্থ পাঠান পাড়ার মৌলনা নেয়ামত আলী খানের পুত্র আলতাফুর রহমান খান (৫৮) পেশায় একজন কৃষক। অনেকটাই শখের বসে ক্ষেত-খামার করেন। এবারও পতিত জমি,পুকুর পাড় ও জমির আইলে চাষ করেছেন নানা জাতের ফল-মূল ও শাক-সব্জির। কঠোর পরিশ্রম ও খুবই আন্তরিক পরির্চযায় তিলে তিলে গড়ে তুলেছেন নিজের বাগানটি। ফলন ও হয়েছে ভালো। গত ৩ ডিসেম্বর ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান কে বা কারা তার শখের বাগানটি কেটে-কুটে একেবারে সাবার করে দিয়েছে। দেখে কিছুক্ষণের জন‍্য একেবারেই নির্বাক হয়ে পড়েন তিনি। বিয়োগ যন্ত্রনায় বুক চেপে ধরে ছুটে গেলেন চেয়ারম্যানবাড়ী থেকে আরম্ভ করে প্রশাসন ও থানা পুলিশের দুয়ার পর্যন্ত। সবাই আশ্বাস দিলেন ঘটনাস্থলও পরিদর্শন করলেন কিন্তু কেউ বিশ্বাস করাতে পারলেন না তাকে ন‍্যায় ও সু-বিচারের। এমনকি কেউ ঘুরালেন আবার সন্দেহভাজন অনেকেই শাসালেন এবং পিটাতেও চেয়েছিলেন কয়েকবার তাকে। শেষ পর্যন্ত ১০ ডিসেম্বর বৃহস্পতিবার ভোররাতে ষ্ট্রোক করলে স্বজনেরা চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টা নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা রনি ও এলাকার ইউ পি সদস‍্য মোঃ সাদ্দাম হোসেন। জানতে চাইলে বোয়ালখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আতিক, চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল আলম ও থানার এস আই দেলোয়ার বলেন-আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ওই কৃষকের ক্ষেত নষ্টের সত‍্যতা পেয়েছি। তবে কেমন করে এ কৃষক মারা গেলেন তা জানতে পারিনি। বিষয়টা এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হতে শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]