বোয়ালখালীতে কৃষকের শখের ক্ষেতের ফসল নষ্ট, অতপর ক্ষোভে মৃত্যু
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নস্থ পাঠান পাড়ার মৌলনা নেয়ামত আলী খানের পুত্র আলতাফুর রহমান খান (৫৮) পেশায় একজন কৃষক। অনেকটাই শখের বসে ক্ষেত-খামার করেন। এবারও পতিত জমি,পুকুর পাড় ও জমির আইলে চাষ করেছেন নানা জাতের ফল-মূল ও শাক-সব্জির। কঠোর পরিশ্রম ও খুবই আন্তরিক পরির্চযায় তিলে তিলে গড়ে তুলেছেন নিজের বাগানটি। ফলন ও হয়েছে ভালো। গত ৩ ডিসেম্বর ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান কে বা কারা তার শখের বাগানটি কেটে-কুটে একেবারে সাবার করে দিয়েছে। দেখে কিছুক্ষণের জন্য একেবারেই নির্বাক হয়ে পড়েন তিনি। বিয়োগ যন্ত্রনায় বুক চেপে ধরে ছুটে গেলেন চেয়ারম্যানবাড়ী থেকে আরম্ভ করে প্রশাসন ও থানা পুলিশের দুয়ার পর্যন্ত। সবাই আশ্বাস দিলেন ঘটনাস্থলও পরিদর্শন করলেন কিন্তু কেউ বিশ্বাস করাতে পারলেন না তাকে ন্যায় ও সু-বিচারের। এমনকি কেউ ঘুরালেন আবার সন্দেহভাজন অনেকেই শাসালেন এবং পিটাতেও চেয়েছিলেন কয়েকবার তাকে। শেষ পর্যন্ত ১০ ডিসেম্বর বৃহস্পতিবার ভোররাতে ষ্ট্রোক করলে স্বজনেরা চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টা নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা রনি ও এলাকার ইউ পি সদস্য মোঃ সাদ্দাম হোসেন। জানতে চাইলে বোয়ালখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আতিক, চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল আলম ও থানার এস আই দেলোয়ার বলেন-আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ওই কৃষকের ক্ষেত নষ্টের সত্যতা পেয়েছি। তবে কেমন করে এ কৃষক মারা গেলেন তা জানতে পারিনি। বিষয়টা এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হতে শুরু করেছে।