বিএনসিসি ক্যাম্পে ভলিবলে সেরা ২৪ ব্যাটালিয়ন

Share the post
বিশেষ প্রতিবেদন, ইবি প্রতিনিধি : ব্যাটালিয়ন ক্যাম্পিং–২০২৫ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্ট আন্তঃব্যাটালিয়ন ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে মুখোমুখি হয় ২৩ ও ২৪ ব্যাটালিয়ন। খেলায় দারুণ লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় ২৪ ব্যাটালিয়ন।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় মাগুরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা কৌশল, দলীয় সমন্বয় ও দক্ষতার পরিচয় দেন। দর্শক সারি থেকেও খেলোয়াড়দের উৎসাহ দিতে করতালির ঝড় ওঠে। নির্ধারিত সময়ের খেলায় এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করে ২৪ ব্যাটালিয়ন।
এসময় উপস্থিত ছিলেন বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল কামরুল ইসলাম, ফ্লোটিলা কমান্ডার আবু সাকিব, বিএনসিসিও অফিসার ক্যাপ্টেন ফজলুল হক। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সামরিক স্টাফ সার্জেন্ট রফিকুল ইসলাম, ২৪ ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্ট ক্যাডেট আন্ডার অফিসার সুলতান মাহমুদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রফেসর আন্ডার অফিসার (পিইউও), সামরিক ও বেসামরিক স্টাফ এবং ক্যাডেটবৃন্দ।
জানা যায়, গত ২৮ অক্টোবর থেকে মাগুরা জেলা স্টেডিয়ামে ৭ দিনব্যাপী এ ব্যাটালিয়ন ক্যাম্প শুরু হয়েছে, যা আগামীকাল ৪ নভেম্বর শেষ হবে। ক্যাম্পে সুন্দরবন রেজিমেন্টের ২৩ ও ২৪ ব্যাটালিয়নের মোট ৫৭০ জন ক্যাডেট অংশ নিয়েছেন। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেনা শাখার ২৭ জন ক্যাডেট ২৪ ব্যাটালিয়নের পক্ষে অংশগ্রহণ করেন।
ক্যাম্প চলাকালীন ক্যাডেটদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সংগীন যুদ্ধ, ৭.৬২ মিলিমিটার রাইফেল (টাইপ–৫৬) অস্ত্রচালনা ও লক্ষ্যভেদ প্রশিক্ষণ, পানি বাঁধা অতিক্রম, হানা ও ম্যাপ রিডিং, ট্রাফিক ব্যবস্থাপনা ইত্যাদি। পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। ক্যাডেটদের মানসিক বিকাশ ও প্রতিভা বিকাশের জন্য প্রতিদিন সাংস্কৃতিক সন্ধ্যা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে বিজয়ী দলের হাতে সব প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ। এর আগে সুন্দরবন রেজিমেন্টের ২১–২২ ব্যাটালিয়নের ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবিতে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে চার সদস্যের তদন্ত কমিটি

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা ও শ্রীকৃষ্ণ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগের ভিত্তিতে তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নির্দেশে গঠিত এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে অভিযোগের পেছনের প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। […]

উচাং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইবির সমঝোতা স্মারক পর্যালোচনা বৈঠক

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে চীনের উচাং ইউনিভার্সিটি অফ টেকনোলজির সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. […]