বারহাট্টায় কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের দরুন সাহতা নয়াপাড়া গ্রামে কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২৭ জুন) বেলা ১২ টার দিকে বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের দরুন সাহতা গ্রামের বাসিন্দারা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে এলাকাবাসীরা জানান,জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের বেশিরভাগ রাস্তা গুলো রাস্তা পাকা হয়েছে। অথচ আমরা একটি এলাকায় থেকেও এতদিনে এই রাস্তাটি পাকা হয়নি। ৫৪ বছর ধরে শুনে আসছি রাস্তাটি পাকা হবে। কিন্তু বাস্তবতার সাথে আমার ৫৪ বছরের শোনা কথার কোনো মিল আমি পাইনি। এই এলাকায় ১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বর্ষার সময় তারা সবচেয়ে বেশি দূর্ভোগে পড়ে। অনেক সময় পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনা ঘটে। এছাড়াও এই এলাকায় কোনো অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস আসতে পারে না। রাস্তাটি পাকা করা এখন সময়ের দাবি। আমাদের দীর্ঘদিনের দাবি রাস্তাটি পাকা চাই।
স্থানীয় বাসিন্দা ডাঃ মুজিবর রহমান ও চুন্নু মিয়া সহ আরও অনেকেই বলেন, স্বাধীনতার এতো বছরেও এই গ্রামের ৫ হাজার মানুষের দূর্ভোগ দমাতে দেড় কিলোমিটার রাস্তা পাকা হয়নি। এটা স্থানীয় জন প্রতিনিধীদের বৈষম্যের কারণে। এলাকাবাসী আরো জানান, এ রাস্তাটি তারা ছিট মহল করে রেখেছ। শুধু মাত্র ভোট এলে তারা প্রতিশ্রুতি দিয়ে যায়। স্থানীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে দেড় কিলো রাস্তা পাকা করণের দাবি করেন তারা।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র, শিক্ষক, রাজনীতিকসহ গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নেত্রকোনায় দুর্গাপূজাতে মহা- নবমীর দিনেও মন্ডপে মন্ডপে মায়ের ভক্তদের দল 

Share the post

Share the postসোহেল খান দুর্জয়, নেত্রকোনা : বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা-নবমীতে প্রতিটি মন্ডপে মণ্ডপে মায়ের ভক্তদের ঢল। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় নেত্রকোনায় ভক্ত ও পূজারীরা পূজা-অর্চনার মাধ্যমে দিনটি উদযাপন করছেন। নতুন কাপড় পরে বাহারি সাজে মন্দিরে মন্দিরে দেবীকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন তারা। মহা নবমীর দিনে ভক্তরা দেবীর আরাধনায় পূজামণ্ডপগুলোতে দিনভর ভিড় […]

পৌরশহরের পুজামন্ডব গুলো প্রহরা দিবে পৌর যুবদলের নেতাকর্মীরা

Share the post

Share the postতোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: মহাযষ্ঠী পুজার মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয়  দুর্গোৎসব। দুর্গাপুর উপজেলায় এবার ৬২টি পুজা মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে দুর্গাপুর পৌরশহরে অনুষ্ঠিত হবে ২১টি মন্ডপে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এমনটাই জানিয়েছেন উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা। পৌরশহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন […]