বরিশালে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রং পেন্সিল এর আয়োজনে মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন

Share the post

শাওন অরন্য,বরিশাল প্রতিনিধি: বরিশালে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশনের আয়োজনে মুজিব শতবর্ষ পূর্তিতে ৫০জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এর আয়োজন করা হয়েছে। গতকাল ১৭ মার্চ (মঙ্গলবার) বরিশাল নগরীর কেডিসি এলাকার চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাকক্ষ্যে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে দুই পর্বের এই কর্মসূচির আয়োজন করা হয়। ১ম পর্বে মুজিব শতবর্ষ পুর্তি ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা

হয়। আলোচনা সভায় রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা তৌসিফ ইসলাম শাওন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও দৈনিক আজকের তালাশ পত্রিকার সহঃ সম্পাদক মোঃ খাজা নজরুল ইসলাম । বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাপতি রেশমি আক্তার। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মাহাবুব শুভ । এছাড়াও উপস্থিত ছিলেন রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর সদস্য আকাশ, শান্তা, লোপা, তৈমুর,সৌমিক এবং চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সদস্য রিনা আক্তার, কাজল, সালমা, লাকি,

সিরাজসহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সম্পাদক মোঃ আবু কালাম। পবিত্র কোরআন তিলওয়াত এর মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠান শুরু করা হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধু, মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের ২য় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন সুবিধা বঞ্চিত শিশুরা। বিশেষ অতিথি চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাপতি রেশমি আক্তার বলেন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে হবে। আর জাতীয় শিশু দিবসে এই সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন একটি চমৎকার উদ্যোগ। তাই তিনি রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশনকে এই

আয়োজন করার জন্য ধন্যবাদ প্রদান করেন। প্রধান অতিথি মোঃ খাজা নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর কারনে আজ এই বাংলাদেশ। আর তার দেখানো পথেই আমাদের চলতে হবে। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে তেমন কেউ থাকে না। তাই জাতীয় শিশু দিবসে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর সদস্যরা এই আয়োজন করেছে, এদের পাশে আছে তাই আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সভাপতি তৌসিফ ইসলাম শাওন বলেন, আজ ১৭ মার্চ, ১৯২০ সালের এই দিনে রাত আটটায় টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ পরিবারের আদরের ‘খোকা’। যিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাঙালির ‘মুজিব ভাই’ এবং ‘বঙ্গবন্ধু’। তাঁর হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা, জন্ম নেয় বাংলাদেশ। তার হাত ধরেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে চলা শুরু করেছে।সরকার ১৭ মার্চ থেকে পরবর্তী এক বছরকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন ১০ জানুয়ারি থেকেই জন্মশতবর্ষের ক্ষণ গণনা শুরু হয়েছে। আর এই জন্ম শতবর্ষ পুর্তিতে ১বছর ব্যাপী নানা কর্মসুচীর উদ্যোগ নেয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় রং

পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন ও নানা কর্মসুচীর আয়োজন করেছে। জাতীয় শিশু দিবস নিয়ে তিনি আরো বলেন, আমাদের কাছে প্রতিটা শিশুই সমান।আমরা চাই সবাই সুন্দর ভাবে লেখা পড়া করে মুজিব আদর্শে ভাল ভাবে গড়ে উঠুক। আর তার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম,২য়,৩য় স্থান অর্জনকারী সহ সকল অংশ গ্রহণকারী সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে রাত ০৮টা ৩০ মিনিটে এই অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি জেলা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা এবারও শীর্ষে

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হারে সবার শীর্ষে রয়েছে ঝালকাঠি জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫। দ্বিতীয় অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৮৪ দশমিক ৩৬। আর গত বছর দ্বিতীয় স্থানে থাকা বরিশাল জেলা ৮৩ দশমিক ৯৪ […]