বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর ৩ দফা দাবিতে বিক্ষোব সমাবেশ
শাওন অরন্য,সিনিয়র নিউজ রিপোর্টার ,বরিশাল। সকল অনাবাসিক শিক্ষার্থীদের বাসাভাড়া মওকুফের প্রজ্ঞাপন জারি ও সরকারি বরাদ্দ দেয়া, সকল শিক্ষা প্রতিষ্ঠানের এক বছরের বেতন-ফি মওকুফ করা ও পর্যাপ্ত আয়োজন ছাড়া অনলাইন ক্লাস নেওয়া বন্ধ করার ৩ দফা দাবি জানিয়েছে তারা।

আজ ১৩ ই মে (বুধবার) সকাল ১১টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার উদ্যোগে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার সংগ্রামী আহবায়ক সাগর দাস সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির অান্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশের

সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সাবেক সভাপতি সন্তু মিত্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর এর দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর এর পাঠাগার সম্পাদক রেজওয়ান আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সংগঠক ইমদাদুল হক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ইসলামিয়া কলেজ শাখার সংগঠক ইমদাদুল হক ইমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের স্কুল সংগঠক সাজিদা হাসান ফারাবি, লিমা আক্তার সহ আরো অনেকে।

এই সমাবেশটি পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর এর সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ। বক্তারা বলেন এই লকডাউনের সময় যে ছাত্ররা বিভিন্ন জেলায় আটকে আছে তাদের জন্য এইসময়ে মেসভাড়া বা বাসাভাড়া দেয়াটা একটা অর্থনৈতিক চাপ। অবিলম্বে ছাত্রদের মেসভাড়া মওকুফ করে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এজন্য সরকারি বরাদ্দ দিতে হবে। যেহেতু ছাত্রদের অভিভাবকরাই ছাত্রদের বেশিরভাগ খরচ বহন করেন এবং তারাও এই লকডাউনের সময় অর্থনৈতিক সংকটে আছেন তাই অবশ্যই এক বছরের জন্য শিক্ষার্থীদের সকল বেতন-ফি মওকুফ করতে হবে। তারা আরো বলেন, অনলাইন ক্লাসের নামে ভাল ইন্টারনেট ব্যবস্থা বা সেটা ব্যবহার করার অর্থনৈতিক সামর্থ্য আছে এমন স্বল্পসংখ্যক শিক্ষার্থীদের

অনলাইন ক্লাস নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বেতন আদায় করার এক প্রহসন শুরু করেছে। সমাবেশে তারা অবিলম্বে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত না করে অনলাইন ক্লাস বাতিলের দাবি জানান এবং অবিলম্বে অনলাইন ক্লাস নেয়ার জন্য সারাদেশে পর্যাপ্ত আয়োজন করার দাবি জানান।