বরিশালে নিউজ চ্যানেল২১ এর সিনিয়র নিউজ রিপোর্টার শাওন অরন্য সড়ক দুর্ঘটনায় আহত
মোঃ ফয়সাল বরিশাল প্রতিনিধিঃ বেপরোয়া ভাবে সিএনজি ধাক্কায় নিউজ চ্যানেল২১ এর সিনিয়র নিউজ রিপোর্টার শাওন অরন্য সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বরিশালে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে সিএনজি ড্রাইভাররা। মানছে না কোন নিয়ম কানুন। নিজেদের মধ্যে প্রতিযোগিতা কে কার আগে যাবে। তাদের বেপরোয়া গতি ও অদক্ষ্য নিয়ন্ত্রণের কারণে প্রতিদিনি কোন না কোন দুর্ঘটনা ঘটছে। আজ ০৪ জুন (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বরিশাল আমতলার মোড়ে এক সড়ক দুর্ঘটনা ঘটে। আমতলার মোড় থেকে বটতলার দিকে নিজের বাইক চালিয়ে যাচ্ছিলেন নিউজ চ্যানেল২১ এর সিনিয়র নিউজ রিপোর্টার শাওন অরন্য। পাশ দিয়ে যাচ্ছিল ২টি সিএনজি। সিএনজি ২টি বেপরোয়া ভাবে একে অন্যের সাথে পাল্লা দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সামনে থেকে একটা পিক আপ আসে। মুখোমুখি সংঘর্ষ এড়াতে সিএনজি ড্রাইভার বাম পাশে থাকা শাওন অরন্যের বাইকটিকে চাপ দিয়ে বারি দিয়ে ফেলে পালিয়ে যায়। বারি দেয়ার ফলে বাইক থেকে প্রায় ১০ ফুট দূরে ছিটকে পরেন তিনি। এতে গুরুতর আহত হন তিনি। সাথে সাথে রাস্তার লোকজন তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। এই নিউজ লেখা পর্যন্ত তার চিকিৎসা চলছে।