ফেসবুকে অপপ্রচার, বদরুন্নেসা কলেজের শিক্ষক আটক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে রাজধানীর বদরুন্নেসা মহিলা কলেজের এক সহকারী অধ্যাপককে আটক করেছে পুলিশের বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। বুধবার সকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি জানান, “তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।”
দেশে দুর্গা পূজার সময় থেকে হিন্দু সম্প্রদায়ের উপর যেসব হামলার ঘটনা ঘটেছে, ওই সহকারী অধ্যাপক সোশাল মিডিয়াতে এসব হামলার প্রতিবাদে টানা পোস্ট দিয়ে আসছিলেন।এবিষয়ে র্যাব সদর দপ্তর এক খুদে বার্তায় জানিয়েছে, রাজধানী পল্লবীর সাহিনুদ্দিন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগ আছে। তাই ওই সহকারী অধ্যাপককে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে।
গত ১৬ মে বিকেলে পল্লবীর সিরামিকস ফটকের কাছে দুর্বৃত্তরা শিশুপুত্রের সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে। গতকাল মঙ্গলবার দুপুরে সেই ভিডিও ক্লিপ নোয়াখালীর যতন সাহার বলে ফেসবুকে আপলোড করে গুজব ছড়ানো হয়। ভারতের দুটি আইডি থেকে সাহিনুদ্দিন হত্যার ভিডিও ক্লিপটি নোয়াখালীর যতন সাহার বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।উল্লেখ্য, গত ১৩ই অক্টোবর দুর্গাপূজার অষ্টমীর দিন কুমিল্লা শহরের একটি পূজামণ্ডপে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন পাওয়ার পর পূজা মণ্ডপে হামলা চালানো হয়।
এরপর টানা কয়েকদিন নোয়াখালী, ঢাকা, কিশোরগঞ্জ, ফেনী, চাঁদপুর, রংপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপ, মন্দির, স্থাপনা ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে।